Advertisement
Advertisement
Indore

সহবাসে নারাজ লিভ-ইন সঙ্গী, রাগে কুপিয়ে মারল যুবক!

পুলিশ গ্রেপ্তার করেছে যুবককে।

Indore Man Kills Live-In Partner For Denying Sex | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 14, 2023 9:21 am
  • Updated:December 14, 2023 9:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিভ-ইন সঙ্গী ২০ বছরের তরুণী শারীরিক সম্পর্কে রাজি হননি। এই ‘অপরাধে’ তাঁকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করলেন যুবক। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোর শহরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বাইরে থেকে তালা দেওয়া ভাড়াবাড়ি থেকে তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছে, শহরের রাওজি বাজার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন যুগল। অভিযুক্ত যুবকের নাম প্রবীণ সিং ধাকড় (২৪)। আদতে গুনা জেলার বাসিন্দা। তরুণীর সঙ্গে ইন্সটাগ্রামে আলাপ হয়েছিল তাঁর। সম্প্রতি উভয়ে লিভ-ইন শুরু করেন। ৭ ডিসেম্বরে রাওজি এলাকার বাড়িটি ভাড়ায় নিয়েছিলেন যুগল। দুদিন পর ৯ ডিসেম্বরে ওই বাড়ি থেকেই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। 

Advertisement

 

[আরও পড়ুন: সংসদ হামলা: গুরুগ্রামের ডেরায় বসে চার বছর ধরে চক্রান্ত করে ‘গ্যং অফ সিক্স’]

ইন্দোরের পুলিশকর্তা অভয় বিশ্বকর্মা জানান, লিভ-ইন সঙ্গী সহবাসে রাজি না হওয়ায় মেজাজ হারান ওই যুবক। এর পরেই তাঁকে ছুরি দিয়ে গলায়, বুকে কুপিয়ে হত্যা করেন। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। ঘটনার পরেই বাইরে থেকে ঘর বন্ধ করে পালিয়ে যান অভিযুক্ত যুবক। তরুণীর মোবাইলটিও সঙ্গে নিয়ে যান। যদিও তদন্ত নেমে যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

 

[আরও পড়ুন: ধোঁয়া দেখে হাত-পা হিম, চেপে ধরে মৃত্যুভয়! সংসদ হামলার বর্ণনায় বাংলার সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement