সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের মন বুঝতে পারেন কেবল একজন মা। বয়ঃসন্ধিকালে মায়ের কাছেই থাকলে শিশুকন্যা ভাল ভাবে বেড়ে ওঠে। ১০ বছরের সন্তানের হেফাজত নিয়ে একটি মামলায় এমনই পর্যবেক্ষণ মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরের একটি আদালতের।
২০২১ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় উচ্চপদস্থ সরকারি আধিকারিক যুগলের। যদিও তাঁরা বেশ কয়েক বছর আগে থেকেই আলাদা থাকছিলেন। শিশুকন্যা ছিল বাবার কাছে। ২০১৯ সালে মেয়েকে পেতে মামলা করেন তরুণী। তিনি দাবি করেছিলেন, তাঁর মেয়ের বয়স দশ বছর। এটা বয়ঃসন্ধিকাল। এই সময় শারীরিক এবং মানসিক পরিবর্তন হয় মেয়েদের। হাজারটা ভয় এবং কৌতূহল জন্মায় মনের মধ্যে। মায়ের মতো কোনও একজন মহিলা সঙ্গীকে কাছে পেলে উপকৃত হবে শিশু।
কার্যত মায়ের এই দাবি মেনে নিয়েছে আদালত। তবে সপ্তাহে একবার বাবা দেখা করতে পারবেন শিশুর সঙ্গে। এছাড়াও উৎসব-পার্বণে মেয়ের সঙ্গে সময় কাটাতে পারবেন তিনি। যদিও মাকে জানিয়েই এই কাজ করা যাবে বলে জানিয়েছেন বিচারক। উল্লেখ্য, গত ২৫ এপ্রিল পারিবারিক আদালতের প্রধান বিচারপতি প্রবীণা বিয়াস একটি নির্দেশ জানিয়েছিলেন, বয়ঃসন্ধিকালে মায়ের কাছে থাকলেই শিশুকন্যার ভাল ভাবে বেড়ে উঠবে। যেহেতু মেয়ের মন বুঝতে পারেন একজন মা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.