প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নৃশংস, নিন্দনীয়। ফের মহিলার উপর নারকীয় অত্যাচার। ধর্ষণ, ভয় দেখিয়ে নাচতে বাধ্য করা, অস্বাভাবিক যৌনতা। অথচ এত অভিযোগ সত্ত্বেও পুলিশ FIR নিল প্রায় ২ মাস পর। তাও আদালতের নির্দেশে। ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের (Indore)।
অভিযোগ, গত ১১ জুন ইন্দোরের ৩৪ বছর বয়সি এক মহিলাকে জোর করে গুদামে টেনে নিয়ে যায় ৫ যুবক। তাঁকে ভয় দেখানো হয়। বাধ্য করা হয় নাচতে। প্রায় আধ ঘণ্টা উলঙ্গ করে নাচানো হয় তাঁকে। তার পর মহিলাকে ধর্ষণ করে অভিযুক্তরা। টিভিতে যৌনতার ভিডিও দেখে ওই মহিলাকে অস্বাভাবিক যৌনতায় লিপ্ত হতে বাধ্য করা হয়।
নির্যাতিতার দাবি, তিনি গত ১৯ জুলাই পুলিশের কাছে এই সংক্রান্ত অভিযোগ দায়েরের জন্য যান। কিন্তু মধ্যপ্রদেশ পুলিশ সেই অভিযোগ নিতে অস্বীকার করে। বাধ্য হয়ে মধ্যপ্রদেশে হাই কোর্টের ইন্দোর বেঞ্চে আবেদন করেন ওই নির্যাতিতা। গত ১৪ আগস্ট মধ্যপ্রদেশ হাই কোর্ট পুলিশকে নির্দেশ দেয়, দ্রুত মহিলার অভিযোগ শুনতে হবে। এবং ৯০ দিনের মধ্যে মামলার তদন্ত শেষ করতে হবে। সেই নির্দেশরও ১৯ দিন পর পুলিশ FIR নিল।
ইন্দোর পুলিশের ডিসিপি অভিনয় বিশ্বকর্মা জানিয়েছেন, এই মামলায় যথাযথ তদন্ত করা হবে। কিন্তু প্রশ্ন হল, এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন পুলিশ এফআইআর নিতে গড়িমসি করল? কেনই বা মামলা দায়ের করার জন্য আদালতে যেতে হল নির্যাতিতাকে। বিরোধী কংগ্রেসের দাবি, আসলে অভিযুক্তরা শাসক দল বিজেপির সঙ্গে যুক্ত। তাই পুলিশের উপর চাপ ছিল। বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। যদিও এ পর্যন্ত এই মামলায় কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.