Advertisement
Advertisement

মাঝআকাশে ল্যাপটপে আগুন, ফের বিতর্কে ইন্ডিগো

আগুনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

Indigo Trouble: now Laptop in flight catches fire, left passengers utterly scared
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 13, 2017 3:01 pm
  • Updated:September 24, 2019 3:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রী হেনস্তার পর নয়া বিতর্ক। এবার চলন্ত বিমানে মাঝআকাশে আগুনের ফুলকি ল্যাপটপে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরে বিমানকর্মীরা স্প্রে করে আগুন নেভান। তবে এ ঘটনায় ফের ইন্ডিগোর যাত্রী সুরক্ষা প্রশ্নের মুখে পড়েছে।

ভাইরাল হার্দিকের ‘সেক্স টেপ’, বিজেপির চক্রান্ত দেখছেন পতিদার নেতা ]

Advertisement

দিনকয়েক আগেই এক বয়স্ক যাত্রীকে টারম্যাকে ফেলে মারধর করার অভিযোগ উঠেছিল ইন্ডিগো কর্মীদের বিরুদ্ধে। ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিবাদের ঝড় ওঠে। ইন্ডিগোর পক্ষ থেকে পুরো ঘটনায় ক্ষমাও চেয়ে নেওয়া হয়। সে বিতর্কের রেশ কাটতে না কাটতে ফের নয়া বিপত্তি। এবার চলন্ত বিমানেই ল্যাপটপে আগুন লেগে গেল। তিরুবনন্তপুরম থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বিমানটি। আচমকাই মাঝপথে পোড়া গন্ধ পান যাত্রীরা। খোঁজ করে দেখা যায়, এক যাত্রীর হ্যান্ডব্যাগ থেকেই গন্ধটি আসছে। ব্যাগের মধ্যে ল্যাপটপ ছিল। সেখান থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া বেরতে দেখা যায়। তড়িঘড়ি ছুটে আসেন কর্মীরা। ফায়ার এক্সটিংগুইসার থেকে স্প্রে করে আগুন নেভানো হয়। পরে ল্যাপটপটিকে বিমানের টয়লেটে নিয়ে গিয়ে রেখে দেওয়া হয়। ওই সিটের যাত্রীদেরও অন্যত্র স্থানান্থরিত করা হয়। ঘটনা গত ১১ নভেম্বরের। আচমকা আগুন লাগার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও নিরাপদেই উড়ান বেঙ্গালুরু পৌঁছায়। ইন্ডিগোর পক্ষ থেকে এ ঘটনার সত্যতা স্বীকারও করে নেওয়া হয়েছে।

অন্যদিকে আরও এক ঘটনাতেও বিতর্কে ইন্ডিগো। রবিবার রাতে এক মহিলা যাত্রী হুইলচেয়ার থেকে ছিটকে পড়েন। তাঁকে নিয়ে যাচ্ছিলেন বিমানকর্মীরাই। তারপরও উর্বশী পারেখ ভিরেন নামে ওই মহিলা কী করে হুইলচেয়ার থেকে পড়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। লখনউ বিমানবন্দরের ওই ঘটনায় ফের নতুন করে দানা বাঁধে বিতর্ক। যদিও এ ঘটনাতেও ইন্ডিগোর পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। জানানো হয়েছে, সরু লেন দিয়েই হুইলচেয়ার নিয়ে যাওয়া হয়। রাতের দিকের ঘটনা হওয়ায় লেনে আলো কম ছিল। সেই সময় হুইলচেয়ারের চাকা কোথাও আটকে যায়। কর্মীটি চেয়ারটিতে হালকা ঠেলা দেন। তার জেরেই ওই মহিলা ছিটকে পড়ে যান। আহত হন ওই যাত্রী। তাঁকে তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষের চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। তবে এটা ইচ্ছাকৃত নয়। নিছকই দুর্ঘটনা। ইন্ডিগো কর্তৃপক্ষ পুরো বিষয়ের জন্য ক্ষমাপ্রার্থী বলেও জানিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement