Advertisement
Advertisement

Breaking News

নিরাপত্তার জালে তিতিবিরক্ত যাত্রী, ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে উগরে দিলেন ক্ষোভ

যাত্রীকে বিমানে উঠতেই দিল না বিমানসংস্থা৷

 IndiGo Offloads Kerala Man For 'Bomb' Remark
Published by: Tanujit Das
  • Posted:March 6, 2019 5:33 pm
  • Updated:March 6, 2019 5:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমান কর্তৃপক্ষের নিরপত্তার ঘেরাটোপে কার্যত তিতবিরক্ত হয়ে উঠেছিলেন এক যাত্রী৷ ধৈর্য হারিয়ে বলেই ফেললেন, ‘আমি কি ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছি?’ ব্যস! বিমান সংস্থার রোষের মুখে পড়তে হল তাঁকে৷ ওই যাত্রীকে আর বিমানেই উঠতে দিল না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ সরব হয়েছেন কেরলের পাথানামথিত্তার বাসিন্দা অ্যালেক্স ম্যাথু৷ ঘটনার সত্যতা স্বীকার করেছে ইন্ডিগো কর্তৃপক্ষও৷

[চুরি গিয়েছে রাফালে সংক্রান্ত নথি, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র]

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে চেন্নাই বিমানবন্দরে৷ ভুবনেশ্বর যাওয়ার উদ্দেশ্যে সেখানে বিমান ধরতে গিয়েছিলেন অ্যালেক্স ম্যাথু নামের ওই ব্যক্তি৷ কিন্তু সেকেন্ডরি ল্যাডার পয়েন্ট সিকিউরিটি চেকিংয়ের সময় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেন তিনি৷ উচ্চস্বরে বলে ওঠেন, ‘দেখুন দেখুন সব দেখুন৷ এমন ভাব করছেন, আমি কি ব্যাগে করে বোমা নিয়ে যাচ্ছি?’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরপরই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের জওয়ানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি৷ অবশেষে ওই ব্যক্তিকে বিমানে উঠতেই দেয়নি ইন্ডিগো কর্তৃপক্ষ৷

[‘ইতিহাস বদলাতে পারব না, আমরা বর্তমান নিয়ে চিন্তিত’, অযোধ্যা মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের]

জানা গিয়েছে, ওই ব্যক্তি কেবলমাত্র ‘বোমা’ কথাটি উল্লেখ করায় সেখানে চলে আসে কুইক রেসপন্স টিম, বম্ব স্কোয়াড৷ ইন্ডিগোর ওই বিমানটি-সহ সমগ্র বিমানবন্দরে তল্লাশি চালান তাঁরা৷ তবে কোনও সন্দেহভাজন কিছু পাওয়া যায়নি বিমানবন্দর সূত্রে খবর৷ এরপরই বিমানটিকে ওড়ার অনুমতি দেওয়া হয়৷ ইন্ডিগো কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তার খাতিরে প্রত্যেক যাত্রীকেই নির্দিষ্ট চেকিং পদ্ধতির মধ্য দিয়ে বিমানে উঠতে হয়৷ কিন্তু এই ব্যক্তি প্রথম থেকেই সেই নিরাপত্তা বলয় ভাঙার চেষ্টা করছিলেন৷ অবশেষে সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট সিকিউরিটি চেকিংয়ের সময় দুর্ব্যবহার করেন তিনি৷ এবং বিমানে বোমাতঙ্ক তৈরির চেষ্টা করেন৷ সেকারণেই ওই ব্যক্তিকে বিমানে সওয়ার হতে দেওয়া হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement