সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মনির্ভরতার পথে আরও এক ধাপ। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে ফ্রান্স থেকে এসেছে অত্যাধুনিক যুদ্ধবিমান রাফালে। এবার তার চেয়েও উন্নত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান (5th generation fighter aircraft) তৈরি হচ্ছে ভারতেই। গত তিন বছর ধরে আটকে থাকা কাজ মহামারী কালেই শুরু করে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।
ফ্রান্স থেকে যেসব রাফালে যুদ্ধবিমান এসেছে তা ৪.৫ জেনারেশনের। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্স ইতিমধ্যেই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করে ফেলেছে। এবার সেই কৃতিত্ব অধিকারি হতে চলেছে ভারতও। তবে ফিফথ জেনারেশনের এই যুদ্ধবিমান তৈরি করতে ভারতের আরও ন’বছর সময় লাগবে। অর্থাৎ ২০২৯ সাল নাগাদ এই যুদ্ধবিমান হাতে পাবে ভারত। সামরিক সজ্জার জন্যর বিদেশি সংস্থার উপর থেকে নির্ভরতা কমাতেই এই পথে হাঁটছে ভারত।
কী কী বিশেষত্ব থাকবে এই যুদ্ধবিমানের?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.