সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা (Covid-19) সংক্রমণের বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। এখনও হু হু করে বাড়ছে আক্রান্ত। সংক্রমণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভারতও (India)। এই মহামারী রুখতে ভরসা একমাত্র ভ্যাকসিন (Corona Vaccine)। সেটি তৈরির চেষ্টাতেই রয়েছে বিশ্বের বহু দেশ।
ইতিমধ্যে রাশিয়া (Russia) করোনার ভ্যাকসিন বাজারে আনলেও সেটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল না হওয়ায়, অনেকেই তা নিয়ে সংশয়ে। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘের (United Nations) ৭৫ তম প্রতিষ্ঠাদিবসে জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখতে গিয়ে ভ্যাকসিন নিয়ে গোটা বিশ্বকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জানালেন, ভ্যাকসিন তৈরিতে অনেকটাই এগিয়েছে ভারত। গোটা বিশ্বে সেই ভ্যাকসিন সরবরাহ করার ক্ষমতাও আছে ভারতের। এর পাশাপাশি করোনা রুখতে রাষ্ট্রসংঘ কী পদক্ষেপ করেছে, সেই নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
#WATCH As the largest vaccine producing country of the world, I want to give one more assurance to the global community today. India’s vaccine production and delivery capacity will be used to help all humanity in fighting this crisis: PM Modi #ModiAtUN pic.twitter.com/QS5M5hltMg
— ANI (@ANI) September 26, 2020
Even during these very difficult times of the raging pandemic, the pharmaceutical industry of India has sent essential medicines to more than 150 countries: PM Narendra Modi at UNGA#ModiAtUN pic.twitter.com/P29QirrQuA
— ANI (@ANI) September 26, 2020
As the largest vaccine producing country in the world, I want to give one more assurance to the global community today. India’s vaccine production and delivery capacity will be used to help all humanity in fighting this crisis: PM Modi#ModiAtUN https://t.co/vxf6FlclOS
— ANI (@ANI) September 26, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.