Advertisement
Advertisement

‘স্বাতী’-র ভয়ে সীমান্তে আতঙ্কিত পাক সেনা

দ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় এবার রাশ টানতে ভারতের হাতে এসেছে 'স্বাতী'৷

India's 'Swati' radar to track and destroy Pak artillery pieces
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 7, 2017 7:28 am
  • Updated:March 7, 2017 7:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় এবার রাশ টানতে ভারতের হাতে এসেছে ‘স্বাতী’৷ এবার সীমান্তের ওপারে অবস্থিত পাক সেনার কামান ও গুপ্ত বাঙ্কার মুহূর্তে খুঁজে নেবে স্বাতী নামের ওই ‘ওয়েপন লোকেটিং রাডার’৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ওই রাডারটি গত সপ্তাহে সেনার হাতে তুলে দেয় সামরিক গবেষণা সংস্থা ডিআরডিও৷

(একসঙ্গে চারটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার, আতঙ্ক বাড়ল ট্রাম্পের মুলুকে)

সেনা সূত্রে খবর, পরীক্ষামূলক ভাবে ৪ টি স্বাতী রাডার কাশ্মীর সীমান্তে মোতায়েন করেছিল সেনা৷ তারপরই পাক সেনার তরফ থেকে গোলাগুলি আসা আশ্চর্যজনক ভাবে বন্ধ হয়ে যায়৷ ওই রাডারের বাঙ্কার ও শত্রুপক্ষের অস্ত্রঘাঁটি খুঁজে বের করার অসাধারণ ক্ষমতায় ভয় পেয়েছে পাকিস্তান৷ তাই তারা বুঝতে পেরেছে এবার কামান দাগলে মুহূর্তে তা খুঁজে বের করে ধ্বংস করে দেবে ভারতীয় সেনা৷ ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, ‘স্বাতী’ শত্রুপক্ষের ছোড়া মর্টার, রকেট ও বোমার উৎস মুহূর্তে খুঁজে বের করে৷ শুধু তাই নয়৷ স্বনিয়ন্ত্রিত ভাবে , সংযুক্ত একটি ‘আর্টিলারি গান’ থেকে মিসাইল ছুড়ে শত্রুর অস্ত্রঘাঁটি ধবংস করে দেয়৷

Advertisement

(চিনকে চ্যালেঞ্জ জানিয়ে দক্ষিণ চিন সাগরে টহল মার্কিন রণবহরের)

এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পরিক্কর বলেন, সীমান্তে পাকিস্তানের গোলাগুলি ছোড়া বন্ধ হয়ে গেলে বুঝবেন সেখানে ‘স্বাতী’ রয়েছে৷ এছাড়াও ডিআরডিও-এর বিজ্ঞানীদের ‘পৃথিবী মিসাইল ডিফেন্স’ তৈরি করার জন্য ভূয়সী প্রসংশা করেন  পরিক্কর৷ এই অভেদ্য মিসাইল প্রতিরক্ষা বর্মটি সুরক্ষিত রাখবে ভারতকে৷ শত্রুপক্ষের ছোড়া যেকোনও ব্যালিস্টিক  মিসাইল মাঝআকাশেই ধ্বংস করে দেবে ওই ইন্টারসেপ্টর মিসাইল৷ পাকিস্তান ও চিনের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতায় চিন্তিত ভারত৷ তাই এবার আগ্রাসী শক্তিদের রুখতে নিজেকে তৈরি করছে ভারতীয় সেনাবাহিনী৷

এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio

অনলাইনে মিলছে স্তনদুগ্ধ! রমরমিয়ে ব্যবসা চালাচ্ছেন মহিলা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement