সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি দেশের সবচেয়ে ধনী মহিলা। এবার ভোটে দাঁড়াচ্ছেন শিল্পপতি ধনকুবের সাবিত্রী জিন্দাল। নির্দল প্রার্থী হিসেবে আসন্ন হরিয়ানা নির্বাচনে হিসার আসন লড়বেন তিনি। তাঁর ছেলে নবীন জিন্দাল অবশ্য বিজেপির কুরুক্ষেত্রের সাংসদ।
মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ৭৪ বছরের সাবিত্রী তাঁর মনোনয়ন জমা দেন। ফোর্বস ইন্ডিয়া তাঁকে দেশের ধনী মহিলার তকমা দেয় সম্প্রতি। আগামী ৫ অক্টোবর হরিয়ানায় ৯০ আসনের বিধানসভা নির্বাচন। ৮ তারিখ গণনা। ১৯৫০ সালের ২০ মার্চ অসমে জন্ম সাবিত্রীর । গত শতাব্দীর সাতের দশকে শিল্পপতি ওমপ্রকাশ জিন্দলের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। ওমপ্রকাশ ছিলেন ভারতে ইস্পাত এবং বিদ্যুৎক্ষেত্রে অন্যতম সফল ব্যবসায়ী। সব ঠিকঠাক চলছিল।
ওমপ্রকাশের নয় সন্তানের মা হন সাবিত্রী। মূলত ঘর সামলেই দিন কাটছিল। কিন্তু ২০০৫ সালে ৩১ মার্চ আচমকা সবকিছু বদলে যায়। ওই দিন উত্তরপ্রদেশের সহারানপুরের কাছে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ওমপ্রকাশের। ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল হরিয়ানার তৎকালীন মুখ্যমন্ত্রী বংশীলালের ছেলে তথা সেই সময় ওই রাজ্যের কৃষিমন্ত্রী সুরেন্দ্র সিংয়েরও।
স্বামীর মৃত্যুর পর ‘অন্য সাবিত্রী’ সামনে আসেন। প্রবল মানসিক আঘাত সামলে ওপি গোষ্ঠীর দায়িত্ব নিজের হাতে তুলে নেন তিনি। ৫৫ বছর বয়সে ব্যবসার পাঠ নিতে বিন্দুমাত্র ঘাবড়াননি। এমনকী তাঁর আমলে আরও বড় এবং শক্তিশালী হয়ে ওঠে জিন্দল গোষ্ঠী। বাড়তে থাকে সাবিত্রী জিন্দালের সম্পত্তির পরিমাণও। ক্রমে তিনি হয়ে ওঠেন দেশের সবচেয়ে বিত্তবান মহিলা। সেই সাবিত্রীই এবার ভোটের ময়দানে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.