সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিশ্বের অনেক মানুষ করোনার প্রভাবে ভারত বিপর্যস্ত হবে বলে ভাবলেও বাস্তবে তা হয়নি।’ শনিবার একটি ভারচুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Earlier this year, some people had predicted that the impact of the virus in India would be very severe. Due to lockdown, many initiatives taken by the Government and a people-driven fight, India is much better placed than many other nations. India’s recovery rate is rising: PM pic.twitter.com/hnWOgomSyB
— ANI (@ANI) June 27, 2020
মার থোমা চার্চের রেভারেন্ড ডা. যোসেফ মার থোমা মেট্রোপলিটান (Reverend Dr. Joseph Mar Thoma Metropolitan) -এর ৯০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার একটি ভারচুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভারতের পাশাপাশি অন্য অনেক দেশ থেকেও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রেভারেন্ড যোসেফ মার থোমার অনুগামীরা। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে রেভারেন্ড যোসেফকে জন্মদিনের শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদি ( Narendra Modi)।
তিনি বলেন, ‘অভিনন্দন জানানোর পাশাপাশি আমি তাঁর দীর্ঘজীবন ও সুস্বাস্থ্যের কামনা করি। ডা. যোসেফ মার থোমা আমাদের দেশ ও সমাজের ভালর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। বিশেষ করে, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও মহিলাদের আত্মনির্ভর করার জন্য তাঁর অক্লান্ত পরিশ্রম অত্যন্ত প্রশংসনীয়।’
এরপরই ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। দেশে প্রতিদিনই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিরোধীরা প্রতিমুহূর্তে কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলছে। ঠিক তখনই দেশে সুস্থতার হার অনেক বেশি বলে মন্তব্য করলেন নরেন্দ্র মোদি। বললেন, ‘ এই বছরের শুরুতে অনেকেই ভেবেছিলেন ভারতে ভাইরাসের প্রভাব খুবই ভয়াবহ হবে। কিন্তু, লকডাউন, সরকারের বিভিন্ন উদ্যোগ ও দেশের মানুষের লড়াইয়ের কারণে অন্য বহু দেশের থেকে ভারত অনেক ভাল জায়গায় রয়েছে। ভারতে সুস্থতার হার ক্রমশ বাড়ছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.