Advertisement
Advertisement

ট্রাম্পকে পিছনে ফেলে ইনস্টাগ্রামে জনপ্রিয়তম নেতা মোদি

তাঁর ফলোয়ার্সের সংখ্যা জানলে চমকে উঠবেন!

India’s Prime Minister Narendra Modi has become the most followed world leader on Instagram
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 13, 2017 10:32 am
  • Updated:October 9, 2019 7:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রামে বিশ্বের তাবড় তাবড় সব নেতাকে পিছনে ফেলে জনপ্রিয়তম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সম্প্রতি বার্সন-মারস্টেলার সংস্থার এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে৷ ওই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন দ্বিতীয় স্থানে৷

World-leaders-on-instagram-Followed Sangbad Pratidin

Advertisement

এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে মাত্র ১০১টি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী৷ তবু বিশ্বের সমস্ত নেতাকে জনপ্রিয়তায় পিছনে ফেলে প্রধানমন্ত্রীর ফলোয়ার্সের সংখ্যা প্রায় ৭ মিলিয়ন৷ পাবলিক রিলেশন ফার্ম বার্সন-মারস্টেলারের সমীক্ষা বলছে, গত এক বছরে তাঁর প্রতিটি পোস্টে গড়ে ২,২৩,০০০ টি করে কমেন্ট ও রি-অ্যাকশন পড়ে৷ জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে থাকা ট্রাম্পের ফলোয়ার্স ৬.৪ মিলিয়ন৷ ৩.৭ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস৷ তালিকায় জায়গা পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান৷

World-leaders-on-instagram-Effective Sangbad Pratidin

ট্রাম্প কিন্তু ইনস্টাগ্রামে প্রায় ১৬৮৭টি পোস্ট করেছেন৷ কিন্তু তবু মোদির চেয়ে তাঁর পোস্টে ‘এনগেজমেন্ট’ কম৷  এই একই সংস্থা গত ফেব্রুয়ারি মাসে জানিয়েছিল, বিশ্বনেতাদের মধ্যে মোদিকেই সবচেয়ে বেশি মানুষ ফেসবুকে ‘ফলো’ করেন৷ সংস্থার এক সমীক্ষার নাম দেওয়া হয় ‘ওয়ার্ল্ড লিডার অন ইনস্টাগ্রাম’৷ ফেসবুকের একটি টুল, CrowdTangle ব্যবহার করে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে সংস্থাটি৷ ২০১৬-য় ইনস্টাগ্রামে বারাক ওবামা ছিলেন জনপ্রিয়তম বিশ্বনেতা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement