ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যের বিধানসভা এবং লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগে বড়সড় চমক দিয়ে রান্নার গ্যাসের দাম কমিয়েছে মোদি সরকার। এবার কি পেট্রল-ডিজেলের পালা? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী বলছেন, পেট্রল-ডিজেলের দাম যাতে কমে সেজন্য উদ্যোগ নেবেন তিনি। তবে কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপের আশ্বাস মন্ত্রী দেননি।
পেট্রোলিয়াম মন্ত্রী বলছেন, কেন্দ্র ও বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলি গতবছর এবং ২০২১ সালে নিজেদের মতো করে শুল্ক কমিয়েছে। যার ফলে পেট্রল-ডিজেলের দাম অনেকটা কমেছে। এবার আমি অবিজেপি রাজ্যগুলিকে বলব, কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির দেখানো পথ অনুসরণ করুন। অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী বলে দিচ্ছেন, পেট্রল-ডিজেলের দাম কমাতে উদ্যোগ নিতে হবে রাজ্য সরকারকেই। কেন্দ্রীয় স্তর থেকে কোনও পদক্ষেপের ইঙ্গিত এখনও মেলেনি।
বস্তুত আন্তর্জাতিক বাজারে গত প্রায় বছর খানেক ধরে ধীরে ধীরে কমছে অশোধিত তেলের দাম। এক বছর আগে যে অশোধিত তেলের দর ছিল ব্যারেল প্রতি ১২০-৩০ ডলার, এখন তা ৭০-৮০ ডলারের ঘরে নেমে এসেছে। ইদানিং ভারতে আসা অশোধিত তেলের ৪৫ শতাংশই রাশিয়া থেকে সস্তায় আমদানি করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দেশের বাজারে তেলের দাম কমেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, এবার অশোধিত তেলের দাম স্থীতিশীল জায়গায় এসে পৌঁছেছে। এই স্থিতাবস্থা বজায় থাকলে আগামী দিনে দাম কমানো সম্ভব হবে।
তাৎপর্যপূর্ণভাবে বছর খানেক আগে একবার একধাক্কায় অনেকটা শুল্ক কমিয়েছিল কেন্দ্র। সেসময় পেট্রলে ৮ টাকা ও ডিজ়েলে ৬ টাকা শুল্ক কমেছিল। তারপর একবছর আর পেট্রপণ্যের দাম কমেনি। তেমনই বাড়েওনি। মন্ত্রীর দাবি, এর কৃতিত্ব সরকারের ভাল নীতিরই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.