Advertisement
Advertisement

দেড়শ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, আতঙ্কে বিজ্ঞানীরা

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এই আগ্নেয়গিরি থেকে লাভা ও ধোঁয়া নির্গত হচ্ছে।

India's only live volcano starts spewing Lava after 150 years
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 18, 2017 10:13 am
  • Updated:February 18, 2017 10:13 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১৫০ বছর পর আবার জেগে উঠল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। সম্প্রতি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এই আগ্নেয়গিরি থেকে লাভা ও ধোঁয়া নির্গত হচ্ছে। প্রায় দেড়শ বছর সুপ্ত থকার পর ১৯৯১ সাল থেকে জেগে উঠতে থাকে পোর্ট ব্লেয়ারের ১৪০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিতি এই ব্যারেন আগ্নেয়গিরি। গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসেনোগ্রাফি সূত্রে এই খবর জানা গিয়েছে।

(চলন্ত গাড়িতে অভিনেত্রীর শ্লীলতাহানির পর ভিডিও করল দুষ্কতীরা)

রিসার্চ শিপ আর ভি সিন্ধু সংকল্প নামের একটি জাহাজ নিয়ে ২০ জানুয়ারি, আন্দামান ও নিকোবার দ্বীপসমূহের পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করছিলেন বৈজ্ঞানিকদের একটি দল। এমন সময় তাঁদের সামনেই ব্যারেন আগ্নেয়গিরি ছাই ওগরাতে শুরু করে। অবস্থা বুঝে আগ্নেয়গিরি থেকে মাইল খানেক দুরে সরে যান তাঁরা। নজর রাখতে শুরু করেন পরিস্থিতির উপর। সদ্য ঘুম ভাঙ্গা আগ্নেয়গিরি দিনের বেলা শুধু ছাই ওগরালেও, রাতের দিকে তা থেকে  বেরোতে শুরু করে লাল টকটকে লাভা।

Advertisement

ক্যাম্পাসিংয়ে আকর্ষণীয় বেতনের চাকরি পেয়ে নজির দৃষ্টিহীন তরুণীর

‘২০০ জনেরও বেশি মহিলাকে ধর্ষণ করেছি’, স্বীকারোক্তি আইএস জঙ্গির

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement