Advertisement
Advertisement

Breaking News

এনএসজি-তে ভারতের অর্ন্তভুক্তিতে কাঁপবে পাকিস্তান, দাবি চিনের

ভারতের এনএসজি-তে প্রবেশ ভয় ধরাবে পাকিস্তানে৷ এছাড়া চিনের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে৷

Indias-NSG-membership-will-touch-raw-nerve-with-Pakistan-China
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 14, 2016 3:19 pm
  • Updated:June 14, 2016 3:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  সারা বিশ্বের স্বীকৃত পরমাণু ক্লাবে ভারতের প্রবেশ নিয়ে গোড়া থেকেই বিরোধিতা করে আসছে চিন৷ কেন এই বিরোধিতা তা জানিয়ে এই প্রথমবার এক প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে চিনের তরফে৷ জানানো হয়েছে, ভারতের এনএসজি-তে প্রবেশ ভয় ধরাবে পাকিস্তানে৷ এছাড়া চিনের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে বলেও দাবি করা হয়েছে বিবৃতিতে৷

পাকিস্তানের ভয় পাওয়া নিয়ে চিনের কেন মাথাব্যথা? তার ব্যাখ্যাও ওই বিবৃতিতে দেওয়া হয়েছে৷ চিনের দাবি, এনএসজি ক্লাবে ভারত যোগ দিলে ভয় পাবে পাকিস্তান৷ সেই ভয় কাটাতেই নিজেদের পরমাণু শক্তির ভাঁড়ার বাড়াতে উদ্যোগী হবে তারা৷ জাতশত্রু দুই দেশ এখনই এক অন্যের পরমাণু শক্তি সম্পর্কে ওয়াকিবহাল৷ এই নিয়ে একে অন্যের সঙ্গে টক্করও চলে তাদের৷ এমত পরিস্থিতিতে ভারত যদি একধাপ এগিয়ে যায় তবে প্রতিয়োগিতা ক্রমশ ক্ষতিকর দিকে এগোবে৷ যা উপমহাদেশকে অশান্ত করে তুলবে বলেই দাবি চিনের৷ এছাড়া ভারতের অন্তর্ভুক্তিতে চিনের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে বলেও দাবি করা হয়েছে৷

Advertisement

চিনের তরফে প্রকাশিত এই বিবৃতি ইতিমধ্যেই যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে৷ এনএসজি ক্লাব তৈরিই হয়েছে বিশ্বে পরমাণু শক্তির সদর্থক ব্যবহারের উদ্দেশ্যে৷ পরমাণু ক্লাব কোনওমতেই পরমাণু অস্ত্র সম্পর্কিত বিষয় নয়৷ তাহলে কেন চিনের জাতীয় স্বার্থ এতে ক্ষুণ্ণ হবে, কেনইবা ভয় পাবে পাকিস্তান! এর সদুত্তর অবশ্য বিবৃতিতে দেওয়া নেই৷ আমেরিকা-সহ বিশ্বের অন্যান্য দেশগুলি ইতিমধ্যে ভারতকে এসএসজি-তে প্রবেশের সবুজ-সংকেত দিয়েছে৷ শুধু ধারাবাহিকভাবে বাধা দিয়ে চলেছে চিন ও পাকিস্তান৷ এ নিয়ে সন্তুষ্ট নয় আন্তর্জাতিক মহলও৷ তাই সাফাই দিতেই এই বিবৃতি প্রকাশ বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement