Advertisement
Advertisement

নস্যাৎ পাকিস্তানের অভিযোগ, এনএসজি-তে ভারতের পাশেই আমেরিকা

ভারতের পরমাণু পরীক্ষা নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল মার্কিন মুলুক৷

indias-nsg-membership-is-not-about-arms-us-tells-pakistan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2016 12:33 pm
  • Updated:May 28, 2016 12:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পরমাণু পরীক্ষা নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ করল মার্কিন মুলুক৷ নিউক্লিয়ার সাপ্লায়ারস গ্রুপে(এনএসজি) ভারতের অন্তর্ভুক্তির প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল পাকিস্তান৷ তার জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে জানিয়ে দেওয়া হল, এটা কোনও পরমাণু অস্ত্র সম্পর্কিত বিষয় নয়৷ সুতরাং নিউক্লিয়ার ক্লাবে ভারতের সদস্য হওয়া নিয়ে কোনও আপত্তি থাকার কথা নয়৷

সম্প্রতি ভারতের অগ্নি-২ মিসাইলের সফল উক্ষেপণ নিয়ে সরব হয়েছিল পাকিস্তান৷ তাদের দাবি ছিল, পরমাণু ক্ষেত্রে ভারতের এই পরীক্ষা-নিরীক্ষা দেশগুলির আন্তর্জাতিক সম্পর্কের ভরকেন্দ্রটিকেই নাড়িয়ে দেবে৷ পরমাণু ক্ষেত্রে ভারতের সাফল্য নিয়ে আন্তর্জাতিক মহলে সরবও হয়েছিল পাকিস্তান৷ এনএসজি গ্রুপে ভারতের যোগদানের প্রস্তাবনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল তারা৷ কিন্তু সব অভিযোগ খারিজ করে মার্কিন প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হল, এনএসজি পরমাণু অস্ত্র সম্পর্কিত সংস্থা নয়৷ বরং পরমাণু শক্তিকে কীভাবে সভ্যতার কল্যাণে ব্যবহার করা যায় তার জন্যই বিভিন্ন দেশ এখানে সামিল হয়েছে৷ সেক্ষেত্রে মিসাইল প্রযুক্তিতে এগিয়ে থাকা ভারতের এই ক্লাবে সদস্য হওয়া নিয়ে কোনও সমস্যা থাকতেই পারে না৷

Advertisement

২০১৫ তে ভারত সফরে এসে মার্কিন প্রেসিডেন্ট ওবামাও ভারতের এই ক্লাবে সদস্য হওয়ার ব্যাপারে তাঁর আস্থা জানিয়ে গিয়েছিলেন৷  এনএসজি-র আগামী সম্মেলনে ভোটাভুটির মাধ্যেমেই ঠিক হবে, ভারত এই ক্লাবের সদস্য হবে কি না৷ পাকিস্তানের অভিযোগ সে পথে অন্তরায় সৃষ্টি করেছিল৷ কিন্তু এনএসজি-তে ভারতের যোগ দেওয়া যে স্রেফ সময়ের অপেক্ষা আমেরিকার এই জবাবেই তা স্পষ্ট৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement