Advertisement
Advertisement
New Parliament

কর্ণাটকের ক্ষতে প্রলেপ দেবে নতুন সংসদ ভবন! চলতি মাসেই উদ্বোধন

কী কী থাকছে নতুন সংসদ ভবনে?

India's new Parliament building is likely to be inaugurated later this month by Prime Minister Narendra Modi | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 16, 2023 3:47 pm
  • Updated:May 16, 2023 3:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মাসেই নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সব ঠিক থাকলে সংসদের বাদল অধিবেশন হবে নতুন সংসদ ভবনেই। কেন্দ্রের মোদি সরকারের ৯ বছর পূর্ণ হচ্ছে ২৬ মে। নিজের সরকারের বর্ষপূর্তিকে স্মরণীয় করে রাখতেই তড়িঘড়ি নতুন সংসদ ভবনের উদ্বোধন করতে চলেছেন মোদি। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের।

India's new Parliament building is likely to be inaugurated later this month by Prime Minister Narendra Modi

Advertisement

২০২০ সালের ডিসেম্বর মাসে সেট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৯৭০ কোটি টাকা ব্যয়ে ১২২৪ আসন বিশিষ্ট সংসদ ভবনটি তৈরি হয়েছে। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এই নতুন সংসদ ভবনের অন্দরসজ্জার ছবি প্রকাশ করা হয়েছে। ৮৮৮টি আসন বিশিষ্ট লোকসভার অন্দরসজ্জার থিম জাতীয় পাখি ময়ূর। আবার ৩৮৪টি আসন বিশিষ্ট রাজ্যসভার অন্দরসজ্জা করা হয়েছে পদ্ম থিমের উপরে।

India's new Parliament building is likely to be inaugurated later this month by Prime Minister Narendra Modi

[আরও পড়ুন: বাজি কারখানার আড়ালে বোমা তৈরি? এগরায় ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় পড়ে ছিন্নভিন্ন দেহ!]

নতুন সংসদ ভবনের গ্রন্থাগার থেকে শুরু করে বৈঠক কক্ষ সব জায়গাতেই অত্যাধুনিক দৃশ্য-শ্রাব্য প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। নতুন সংসদ ভবনে একটি কক্ষ রয়েছে, যেখানে ভারতীয় সংবিধানের (Indian Constitution) ধারার পাণ্ডুলিপি রাখা হয়েছে এবং এই কক্ষ অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে। প্রতিবন্ধীরা যাতে অবাধে নতুন সংসদ ভবনে চলাফেরা করতে পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে সরকারি সূত্রে খবর। নতুন সংসদের ভবনের প্রতিটি কোণ দেশের বিভিন্ন রাজ্যের শিল্পকর্ম দিয়ে সাজানো হচ্ছে বলেই জানা গিয়েছে। নতুন সংসদে মোট তিনটি প্রবেশদ্বার থাকছে। জ্ঞান দ্বার, শক্তি দ্বার এবং কর্মদ্বার। এছাড়াও সাংসদ, ভিআইপিদের জন্য থাকছে বিশেষ দ্বার।

India's new Parliament building is likely to be inaugurated later this month by Prime Minister Narendra Modi

[আরও পড়ুন: কুন্তলের চিঠিতে অভিষেকের নাম মামলায় মুখবন্ধ খামে রিপোর্ট জমা CBI-ED’র, শেষ শুনানি]

বিজেপি সূত্রের খবর, নিজের সরকারের নবম বর্ষপূর্তিতেই লোকসভা নির্বাচনের বিউগল বাজিয়ে দিতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যার শুরুটা হবে নতুন সংসদ ভবনের উদ্বোধন দিয়ে। কর্ণাটকে হারের ফলে যে নেতিবাচক হাওয়া তৈরি হয়েছে, সেটি ঘুরিয়ে দিতে এই নতুন সংসদ ভবনের উদ্বোধনের অনুষ্ঠানকে মেগা অনুষ্ঠানে পরিণত করতে চাইছে গেরুয়া শিবির। এছাড়া ৩০মে একটি বড় জনসভা দিয়ে প্রচার শুরু করবেন মোদি। ৩১ তারিখই হবে তাঁর দ্বিতীয় জনসভা। একমাসে বিজেপির (BJP) শীর্ষস্তরের নেতারা ৫১টি জনসভা করবেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের সাংসদ, মুখ্যমন্ত্রীরা সম্ভাবনাময় মোট ৩৯৬টি লোকসভা (Lok Sabha) কেন্দ্রে জনসভা করবেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement