Advertisement
Advertisement

Breaking News

Hajj Policy

নয়া হজ নীতি কেন্দ্রের, সরকারি কোটা কমিয়ে হল ৭০ শতাংশ

বেসরকারি সংস্থাগুলির জন্য ১০ শতাংশ বেড়ে ৩০ শতাংশ করা হয়েছে।

India’s new Hajj Policy for 2025
Published by: Amit Kumar Das
  • Posted:August 7, 2024 2:58 pm
  • Updated:August 7, 2024 2:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের নয়া হজ নীতি প্রকাশ্যে আনল কেন্দ্রীয় মোদি সরকার। যেখানে সরকারি কোটা ৮০ শতাংশ থেকে কমিয়ে করা হল ৭০ শতাংশ। ফলে আগামী বছর থেকে বেসরকারি সংস্থাগুলির জন্য ১০ শতাংশ বেড়ে হল ৩০ শতাংশ। ভারত ও সৌদি আরবের মধ্যে প্রতি বছর যে হজ চুক্তি সম্পন্ন হয় সেখানেই এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি বছর ভারত থেকে লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ হজ যাত্রায় যান। এই হজ যাত্রার বেশিরভাগটাই আয়োজিত হয় সরকারের তরফ থেকে। ২০২৫ সালকে মাথায় রেখে ভারত সরকারের তরফে পেশ করা হয়েছে নয়া হজ নীতি। যেখানে বলা হয়েছে, ভারত সরকারের সঙ্গে সৌদি আরবের প্রতিবছর যে হজ চুক্তি হয় এবারও তা সম্পন্ন হয়েছে। যেখানে আগামী বছর হজযাত্রীদের জন্য সরকারি সংরক্ষণ ৭০ শতাংশ করা হয়েছে। বাকি ৩০ শতাংশ বেসরকারি ট্যুর অপারেটর বা HGO দ্বারা সম্পন্ন হবে। পাশাপাশি আরও জানানো হয়েছে, কোনও হজযাত্রীর বয়স যদি ৬৫ বছরের অধিক হয় সেক্ষেত্রে তাঁর সঙ্গে আরও একজনকে যেতে হবে।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন পদ থেকে সরলেন ‘বিতর্কিত’ রেখা শর্মা]

এছাড়া হজযাত্রীদের সুবিধার জন্য আগামী বছর আনা হচ্ছে ‘হজ সুবিধা অ্যাপ’। যার মাধ্যমে পুণ্যার্থীদের জন্য আপৎকালীন পরিষেবা-সহ অন্যান্য নানান সুবিধা পাওয়া যাবে এখানে। বিদেশে থাকার ব্যবস্থার পাশাপাশি কোনও রকম সমস্যায় জরুরি নম্বরও থাকছে এই অ্যাপে। পাশাপাশি আরও একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হয়েছে, চলতি বছরে যারা এবার হজযাত্রায় গিয়েছিলেন তাঁরা সকলে নিরাপদে দেশে ফিরেছেন। এবং হজ ফেরত যাত্রীদের ৯৫ শতাংশ সৌদি আরবে হজ কমিটি অফ ইন্ডিয়ার পরিষেবায় সন্তুষ্ট। আরবে অবস্থিত ভারতীয় দূতাবাসকেও ধন্যবাদ জানানো হয়েছে পুণ্যার্থীদের তরফে।

এছাড়া মাস খানেক আগে বিদেশমন্ত্রকের এক রিপোর্টে দাবি করা হয়েছিল, এ বছর হজযাত্রায় গিয়ে মৃত্যু হয়েছে ৯৮ জন ভারতীয়ের। এই সবকটি মৃত্যু স্বাভাবিকমৃত্যু বলেই দাবি করা হয়েছিল সরকারের তরফে। তবে প্রবল গরমের জেরে চলতি বছরে হাজারেরও বেশি হজযাত্রীর মৃত্যু হয় সোউদি আরবে। রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ১০ দেশের মোট ১০৮১ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে আরবে গিয়ে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement