Advertisement
Advertisement

Breaking News

Ballistic Missile

শত্রুর বুকে ভয় ধরিয়ে অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, আরও শক্তিশালী ভারত

অত্যাধুনিক ব্যালেস্টিক মিশাইলের সফল উৎক্ষেপণে অভিনন্দন প্রতিরক্ষামন্ত্রীর।

India's New Generation Ballistic Missile Tested Successfully
Published by: Kishore Ghosh
  • Posted:April 4, 2024 2:15 pm
  • Updated:April 4, 2024 2:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের পাকিস্তান, চিনের মতো শত্রু দেশগুলির বুকে ভয় ধরাল ভারত। নতুন প্রজন্মের ব্যালেস্টিক মিশাইল (Ballistic Missile) অগ্নি প্রাইমের (Agni-Prime) সফল পরীক্ষা চালাল। বৃহস্পতিবার ওড়িশা উপকূলে এপিজে আবদুল কালাম দ্বীপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ হয়। সমরাস্ত্র পরীক্ষার কথা জানানো হল প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।

মন্ত্রকের বিবৃতি বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় সমস্ত কার্যকারিতা তথা উদ্দেশ্য সফল হয়েছে। এসএফসি এবং ডিআরডিও যৌথভাবে অগ্নি প্রাইম ব্যালেস্টিক মিশাইলের পরীক্ষা চালিয়েছে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ ক্ষেপণাস্ত্রটিকৃ উৎক্ষেপণ করা হয়েছে। যার সাক্ষী হন খোদ চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান। ছিলেন ডিআরডিও ও সেনার উচ্চপদস্থ আধিকারিকরাও। সফল পরীক্ষার জন্য ডিআরডিও, এসএফসি এবং সেনাকে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণে সেনা বাহিনীর শক্তি কয়েক গুণ বাড়ল।

Advertisement

 

 

[আরও পড়ুন: ১৬ ফুট গভীর কুয়োতে ২ বছরের শিশু, আঠারো ঘণ্টায় পাতালপ্রবেশ উদ্ধারকারী দলের, তার পর?

অগ্নি প্রাইম কতটা শক্তিশালী ক্ষেপণাস্ত্র?

অগ্নি প্রাইম মিসাইল হল অগ্নি সিরিজের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের ওজন ১১০০০ কেজি। ক্ষেপণাস্ত্রটি ২০০০ কিলোমিটার দূরের যে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ৩৪.৫ ফুট লম্বা ক্ষেপণাস্ত্রটিকে এক বা একাধিক টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল (MIRV) ওয়ারহেডের সঙ্গে লাগানো যেতে পারে। এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে।

 

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের এজলাসে হুইস্কি নিয়ে আলোচনা! প্রবীণ আইনজীবীর সঙ্গে রসিকতা প্রধান বিচারপতির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement