Advertisement
Advertisement
Abhijit Sen

প্রয়াত প্ল্যানিং কমিশনের প্রাক্তন সদস্য অভিজিৎ সেন

গ্রামীণ ভারতের উন্নতিতে জোর দিয়েছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ।

India’s leading agriculture economists Abhijit Sen passes away | Sangabad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:August 30, 2022 12:25 pm
  • Updated:August 30, 2022 1:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭২ বছর বয়সে প্রয়াত কৃষি অর্থনীতিবিদ তথা প্ল্যানিং কমিশনের (Member of Planning Commission) প্রাক্তন সদস্য অভিজিৎ সেন (Abhijit Sen)। ভাই অর্থনীতিবিদ প্রণব সেন (Pranab Sen) জানিয়েছেন, গতকাল রাত ১১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন অভিজিৎ। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও তার আগেই মৃত্যু হয় এই কৃতি অর্থনীতিবিদের। 

১৯৫০ সালের ১৮ নভেম্বর জামশেদপুরে জন্ম অভিজিৎ সেনের। দিল্লির সর্দার প্যাটেল বিদ্যালয়ে পড়াশোনা করেন। ছোট থেকেই মেধাবী ছাত্র অভিজিৎ সেন্ট স্টিফেন কলেজে (St Stephen College) পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনার পর ১৯৮১ সালে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (University of Cambridge) থেকে অর্থনীতিতে পিএইচডি (PHD) করেন। তাঁর থিসিসের বিষয় ছিল ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য কৃষি প্রতিবন্ধকতা : ভারতের ক্ষেত্রে’। ১৯৮৫ সালে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) অর্থনীতি ও পরিকল্পনা কেন্দ্রে যোগ দেন অভিজিৎ। এর আগে সাসেক্স (Sussex), অক্সফোর্ড (Oxford), কেমব্রিজে অধ্যাপনা করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: COVID-19: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত প্রায় সাড়ে ৫ হাজার, নিম্নমুখী অ্যাকটিভ কেস]

অল্প দিনেই কৃষি অর্থনীতিবিদ হিসেবে খ্যাতি অর্জন করেন অভিজিৎ সেন। ইউপিএ (UPA) সরকারের জমানায় প্রথমবার প্ল্যানিং কমিশনের সদস্য হন। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ড. মনমোহন সিং (Dr. Manmohan Singh)। সব মিলিয়ে ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্ল্যানিং কমিশনের সদস্য ছিলেন অভিজিৎ। অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) নেতৃত্বাধীন প্রথম এনডিএ (NDA) সরকারের জমানায় কৃষিজাত দ্রব্যের খরচ ও মূল্য কমিশনেরও (Agricultural Costs & Prices) চেয়ারম্যান ছিলেন। এই বাঙালি অর্থনীতিবিদ প্ল্যানিং কমিশনের সদস্য থাকাকালীন গ্রামীণ ভারতের উন্নতিতে বিশেষ ভাবে জোর দিয়েছিলেন।

[আরও পড়ুন: কংগ্রেস সভাপতি পদে শশী থারুর? তুঙ্গে জল্পনা]

২০১০ সালে কৃতি অর্থনীতিবিদকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। অভিজিতের স্ত্রী জয়তী সেন এবং কন্যা জাহ্নবী সেন। উল্লেখ্য, অভিজিৎ কন্যা জাহ্নবী সেন একটি সংবাদ মাধ্যমের সম্পাদক পদে কর্মরত। মঙ্গলবার অভিজিৎ সেনের দাদা ড. প্রণব সেন বলেন, “সোমবার রাত ১১টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হন অভিজিৎ সেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, সেখানে পৌঁছনোর আগেই মৃত্যু হয় অভিজিৎ সেনের।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement