সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কূটনৈতিক মতপার্থক্য এক জিনিস, আর প্রতিবেশীসুলভ আচরণ আরেক জিনিস৷ বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই যে ভারতীয়দের পরিচয়, সে কথা ফের একবার প্রমাণ করে দিল এ দেশের নৌসেনা৷ দলাই লামার অরুণাচল সফর নিয়ে ভারত ও চিনের মধ্যে যতই ‘ঠান্ডা যুদ্ধ’ চলুক, এডেন উপসাগরে জলদস্যুদের হাত থেকে চিনা সেনাকে রক্ষা করতে এগিয়ে গেল সেই ভারতই৷ ভারতীয় নৌসেনার দুটি রণতরী, ‘আইএনএস তর্কশ’ ও ‘আইএনএস মুম্বই’ আক্রান্ত জাহাজ থেকে নিরাপদে বার করে আনল চিনা নৌসেনাকে৷
Bulk carrier OS35(Flag Tuvalu) hijacked by Pirates in Gulf of Aden. INS Mumbai &Tarkash in area diverted 2render assistance @SpokespersonMoD pic.twitter.com/z2x12bUVkm
— SpokespersonNavy (@indiannavy) April 9, 2017
.@SpokespersonMoD All crew in citadel. Master of OS 35 has requested for IN assistance to sanitise the ship.Indian Navy Anytime, Anywhere,Everytime pic.twitter.com/QBuLAT3mE7
— SpokespersonNavy (@indiannavy) April 9, 2017
ঘটনার সূত্রপাত শনিবার রাতে৷ এডেন উপসাগরে একটি পণ্যবাহী জাহাজ লুঠ করছিল জলদস্যুরা৷ খবর পেয়ে চিনের ‘পিপলস লিবারেশন আর্মি’-র নৌসেনা ওই জাহাজকে জঙ্গিমুক্ত করতে যায়৷ জলদস্যুদের হাতে আক্রান্ত জাহাজটি থেকে ‘ডিস্ট্রেস কল’ পেয়ে সাহায্যের জন্য এগিয়ে যায় ভারতীয় নৌসেনার দু’টি অত্যাধুনিক রণতরীও৷ সেই সময় ওই জাহাজ দু’টিও এডেন উপসাগরের কাছ দিয়েই যাচ্ছিল৷ সাহায্যের আহ্বানে সাড়া না দিয়ে থাকতে পারেননি ভারতীয় নৌসেনারা৷ চিন তাদের একটি মাল্টি-ফাংশনাল ফ্রিজেট ‘ইউলিন’কে পাঠায় সাহায্যের জন্য৷ শেষ পর্যন্ত ভারত ও চিন, দুই দেশের নৌসেনার যৌথ অভিযানে জলদস্যু-মুক্ত হয় আক্রান্ত পণ্যবাহী জাহাজটি৷ আইএনএস তর্কশ রুশদের নির্মিত একটি ফিফথ তলোয়ার ক্লাস ফ্রিজেট৷ আইএনএস মুম্বই গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার যেটি তৈরি হয়েছে মুম্বইয়ে৷
INS Mumbai with the ship that came under pirate attack in the Gulf of Aden. pic.twitter.com/1WdJZtU3Up
— Vishnu Som (@VishnuNDTV) April 9, 2017
Tuvalu Flag Ship rendered safe.Master of ship thanked Indian and PLA Navy. Both navies thanked each other for excellent coordination.
— (((Pradip R.Sagar))) (@pradiprs_TNIE) April 9, 2017
আক্রান্ত জাহাজটির ক্যাপ্টেনের ফোন কল পেয়ে এগিয়ে যায় ভারতীয় জাহাজ দু’টি৷ ততক্ষণে চিনা রণতরী থেকে আক্রান্ত জাহাজে নেমে পড়েছে চিনা সেনা৷ সেই মুহূর্তে জলদস্যু নিধন অপারেশনে চিনা নৌসেনাকে সাহায্য করতে এগিয়ে আসে দু’টি ভারতীয় রণতরী৷ চিনা নৌসেনাকে ‘কমিউনিকেশন’ ও ‘এয়ার সাপোর্ট’ দেয় ভারতীয় সেনা৷ চিনা সেনা যখন জাহাজের ‘ডেক’-এ নেমে জলদস্যুদের তাড়া করে, সেই সময় আকাশপথে হেলিকপ্টারে করে চিনা সেনার রক্ষাকবচের দায়িত্ব পালন করে ভারতীয় সেনা৷ নৌসেনা সূত্রে পাওয়া শেষ খবরে জানানো হয়েছে, পণ্যবাহী জাহাজটি এখন নিরাপদে রয়েছে৷ জানা গিয়েছে, ওই অপারেশন সফল হওয়ার পর ভারত ও চিন- দুই দেশের সেনাই একে অপরের সঙ্গে করমর্দন করে ধন্যবাদ জানিয়েছে৷ আইএনএস তর্কশ ও আইএনএস মুম্বই- এই দুই রণতরীই এর আগে ‘অপারেশন রাহাত’-কে চূড়ান্ত সাফল্য এনে দিয়েছিল৷ ২০১৫-য় ইয়েমেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে কেন্দ্র অপারেশন রাহাত-এর ডাক দিয়েছিল৷
The 2 ships involved in the coordinated anti-piracy action were Delhi-class destroyer INS Mumbai & Type 054A frigate Yulin. pic.twitter.com/WafzlZQzZe
— Livefist (@livefist) April 9, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.