সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্ডওয়ার্ক, নাকি হার্বার্ড। বিতর্কটা উসকে দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির দাবি ছিল তাঁর কাছে হার্বার্ডের ডিগ্রি না থাকলেও হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রমের মাধ্যমে পূর্ববর্তী সরকারের সাফল্যকে ছাপিয়ে গিয়েছেন তিনি। অর্থমন্ত্রী অরুণ জেটলিও বারবার দাবি করে থাকেন, মোদি জমানায় বৃদ্ধির হার অন্য সব সরকারের চেয়ে বেশি। কিন্তু বাস্তব ছবি তা বলছে না। ভারত এখনও বিশ্বের দ্রুততম উন্নয়নশীল অর্থনীতি। কিন্তু তা মোটেই মোদি জমানার একার কৃতিত্ব নয়। এর সিংহভাগটাই প্রাপ্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের। মোদি সরকার যতই দাবি করুক, সর্বশেষ পরিসংখ্যান বলছে আর্থিক বৃদ্ধিতে এখনও মনমোহন জমানার থেকে কয়েক মাইল পিছিয়ে নরেন্দ্র মোদি। না কোনও বেসরকারি সংস্থা নয়, নতুন এই তথ্য দিচ্ছে খোদ মোদি সরকারেরই তথ্য ও পরিকল্পনা মন্ত্রক। দেখা যাচ্ছে মনমোহন জমানায় দেশের জিডিপির সর্বোচ্চ হার ছুঁয়েছিল ১০.০৮ পর্যন্ত। যা এখনও পর্যন্ত সর্বাধিক। মোদি জমানায় ডিজিপির সর্বোচ্চ হার ছিল ৮.১ শতাংশ।
আসলে ২০১৫-র আগে পর্যন্ত অন্য পদ্ধতিতে পরিমাপ করা হত জিডিপি। কিন্তু মোদি সরকার আসার পর নতুন পদ্ধতিতে জিডিপির মূল্যায়ন শুরু হয়, নতুন পদ্ধতিটি সর্বজনবিদিতও বটে। এই নতুন জিডিপি আর পুরনো পদ্ধতির জিডিপির পরিসংখ্যানে বিস্তর ফারাক। এরপরই শুরু হয় নতুন পদ্ধতিতে বিগত বছরগুলির জিডিপির পরিমাপ। তাতে দেখা যাচ্ছে, ইউপিএ জমানায় ২০০৬-৭ অর্থবর্ষে জিডিপির পরিমাণ ছিল ১০.৮। আর মোদি জমানায় সর্বোচ্চ জিডিপি দেখা গিয়েছে নোট বাতিলের আগে অর্থাৎ ২০১৫-১৬ অর্থবর্ষে। ২০১৫-১৬ অর্থবর্ষে দেশের আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.১ শতাংশ। যা মনমোহন জমানার তুলনায় অনেকটাই কম।
When numbers speak, words are unnecessary. #DrSinghGDPking pic.twitter.com/0mb4nh3tfc
— Congress (@INCIndia) August 18, 2018
শুধু তাই নয় ইউপিএ-১ এবং ইউপিএ-২, দুই সরকারেরই আর্থিক বৃদ্ধির গড় মোদি সরকারের তুলনায় বেশ খানিকটা বেশি। দেখা যাচ্ছে ইউপিএ-১ সরকারের পাঁচ বছরে গড় আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.৩৬। ইউপিএ-২ জমানায় কিছুটা কমে তা দাঁড়ায় ৭.৬৮। মোদি জমানায় সেই বৃদ্ধির হার আরও কমে গিয়েছে। আপাতত তা দাঁড়িয়ে আছে ৭.৩৫ শতাংশে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর আমলে গড় আর্থিক বৃদ্ধির হার ছিল ৫.৬৮। পরিসংখ্যানেই স্পষ্ট মনমোহন সরকার অন্তত আর্থিক বৃদ্ধির দিক থেকে অটল-মোদি দুই সরকারকেই পিছনে ফেলে দিয়েছে।
If we look at the revised GDP backseries data at Market Prices, not only did UPA I & II far outperform both NDA I & II, but also delivered double digit growth TWICE.
A record unparalleled in modern Indian history.#DrSinghGDPking pic.twitter.com/9bLC58W0UK
— Congress (@INCIndia) August 18, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.