Advertisement
Advertisement

Breaking News

ভারতে প্রথমবার, করোটির সফল প্রতিস্থাপন করে ইতিহাস গড়লেন চিকিৎসকরা

স্বাভাবিক জীবনে ফিরল চারবছরের এক শিশুকন্যা৷

India’s first skull transplant in Pune successful
Published by: Tanujit Das
  • Posted:October 10, 2018 12:08 pm
  • Updated:October 10, 2018 12:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৭-র ৩১ মে, শিরওয়ালের কাছে ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় মাথায় প্রবল চোট পায় বছর চারেকের শিশুটি৷ দুটি জটিল অস্ত্রোপচার হলেও, তার বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন অভিভাবকরা৷ কিন্তু ভাগ্য ও ভগবান সহায় থাকলে কি না হয়! চলতি বছরের ১৮ মে আরও একটি অস্ত্রোপচার করা হয় মেয়েটির মাথায়৷ যা তৈরি করে নয়া রেকর্ড৷ ভারতে প্রথমবার সফল ভাবে করোটি প্রতিস্থাপন করা হয় পুণের ভারতী হাসপাতালে৷ ওই হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন, সুদূর মার্কিন মুলুক থেকে নিয়ে আসা হয়েছিল কৃত্রিম উপায়ে তৈরি ওই খুলিটি৷ যা বসানো হয়েছে মেয়েটির মাথার ৬০ শতাংশ অংশে৷ অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ রয়েছে চার বছরের শিশুটি৷

[উত্তরপ্রদেশে লাইনচ্যুত নিউ ফরাক্কা এক্সপ্রেস, মৃত কমপক্ষে ৫]

Advertisement

জানা গিয়েছে, পুণের কোথরুড এলাকায় বাবা-মা’য়ের সঙ্গে এখন আনন্দেই দিন কাটাচ্ছে শিশুটি৷ স্কুলেও যাচ্ছে সে, খেলছে বন্ধুদের সঙ্গে৷ তাঁদের মেয়েকে সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার জন্য ভারতী হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছেন বাবা-মা৷ বলছেন, তাঁদের কাছে ভগবানের দূত হয়ে এসেছিলেন ওই হাসপাতালের চিকিৎসকরা৷ যাঁদের ছোঁয়ায় আবার প্রাণ ফিরে পেয়েছে তাঁদের মেয়ে৷ শিশুটির চিকিৎসা করেন ভারতী হাসপাতালের চিকিৎসক ডাঃ জীতেন্দ্র অসওয়াল৷ তিনি জানান, ”ওই দুর্ঘটনায় শিশুটি মাথায় প্রবল চোট পায়৷ অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়৷ মাথা থেকে রক্ত পড়ছিল তার৷ তাকে ভেন্টিলেশনে রাখা হয়৷ সিটি স্ক্যানের মাধ্যমে তার মাথার খুলিতে গুরুতর চোট নজরে আসে৷ যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলে ম্যালিগনেন্ট সেরেব্রাল এডেমা৷”

[হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে মধ্যপ্রদেশে প্রচারে নামছে ‘ভক্ত’ রাহুল]

তিনি আরও জানান, দুটি জটিল অস্ত্রোপচারের মাধ্যমেও তেমন একটা উন্নতি হয় না শিশুটির অবস্থার৷ কারণ, তার মস্তিষ্কের এমন একটা গুরুত্বপূর্ণ অংশে আঘাত লেগেছিল যা মানবদেহকে চিন্তা মুক্ত করতে সাহায্য করে৷ ফলে মেয়েটির মাথার খুলি প্রতিস্থাপন করা প্রয়োজনীয় ছিল বলে জানান ডাঃ জীতেন্দ্র অসওয়াল৷ একই কথা বলেন নিউরোসার্জেন ডাঃ বিশাল রোকাডেও৷ তিনি জানান, ”শিশুটির মাথার ৬০ শতাংশ অংশে কৃত্রিম খুলি প্রতিস্থাপন করা হয়৷” এই অপারেশনটি না হলে শিশুটি, চিরকালের জন্য মানসিক ভারসাম্য খোয়াতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement