সুব্রত বিশ্বাস: বন্দে ভারতের পর প্রযুক্তিগত আরও উন্নয়ন আসছে রেলে। নতুন বছরে ভারতে গড়াবে হাইড্রোজেন ট্রেনের (Hydrogen Train) চাকা। ভারতীয় রেল (Indian Ralways) বারবার দূষণ নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নিয়েছে। যার ফলে ডিজেল চালিত ইঞ্জিনের পরিবর্তে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেন চলবে এবার।
আগেই রেল মন্ত্রকের তরফে আভাস পাওয়া গিয়েছিল যে, ২০২৩ সালে হাইড্রোজেন ট্রেনের চাকা গড়াবে। এই ট্রেন কেমন, এর গতি কত কিংবা এটিতে কতগুলি বগি রয়েছে, তা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। চলতি বছরে হরিয়ানার শোনপত থেকে জিন্দ ৮৯ কিলোমিটারের রুটে প্রথম এই ট্রেন চলবে। হাইড্রোজেন ট্রেন অন্যান্য ট্রেনের মতো বড় হবে না। বগির সংখ্যা হবে বড় জোর ছয় থেকে আটটি। ঘণ্টায় এই ট্রেন দৌড়বে সর্বাধিক ১৪০ কিলোমিটার বেগে। এক্ষেত্রে খরচ বাঁচবে আবার পরিবেশ দূষণ রোধ হবে। সমুদ্রের জল থেকে সহজেই তৈরি করা যাবে হাইড্রোজেন, যার যোগান অফুরন্ত।
হাইড্রোজেন ট্রেনকে ২০২৩ সালে ভারতের নববর্ষের উপহার বলে জানিয়েছে রেল। এখন শুধুমাত্র জার্মানিতেই হাইড্রোজেন চালিত ট্রেন দেখা গিয়েছে। এবার সেই ট্রেন দেখা যাবে ভারতের মাটিতে। শুধুমাত্র ট্রেন তৈরি নয়, ট্র্যাক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও ভারত কাজ করছে। যাতে সেমি হাইস্পিড ট্রেনগুলি সহজেই চলতে পারে। জার্মানিতে প্রায় ১৪টি হাইড্রোজেন ট্রেন রয়েছে। যার কারণে প্রতি বছর দেশটির প্রায় ১৬ লক্ষ লিটার ডিজেল বেঁচে যায় বলে জানা গিয়েছে। জার্মানির হাইড্রোজেন ট্রেনগুলির গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার। জার্মানিতে যে হাইড্রোজেন চালিত ট্রেনটি চলছে তার রং নীল। এটি একেবারেই পরিবেশবান্ধব।
দু’কামরা বিশিষ্ট ট্রেনটি দেখতে দারুণ। জার্মানির হাইড্রোজেন চালিত ট্রেন তৈরি করেছে ফ্রান্সের টিজিভি মেকার সংস্থা অ্যালস্টম। এই ট্রেনের জ্বালানি পুনর্বার ব্যবহার করা যায়। এছাড়াও ট্রেনটিতে অতিরিক্ত শক্তি সঞ্চয় করে রাখার জন্য অতিক্ষমতা সম্পন্ন ইওন ব্যাটারি রয়েছে। যেখান থেকে কোন দূষিত গ্যাস নয়, শুধু মাত্র বের হয় জল আর বাষ্প। হাইড্রোজেন ট্রেনের ট্যাঙ্ক যদি সম্পূর্ণ ভরতি থাকে, তাহলে তা এক হাজার কিলোমিটার পর্যন্ত যাত্রা করতে পারে। ইতিমধ্যেই ইতালি, কানাডা, ডেনমার্ক, ব্রিটেন, নেদারল্যান্ডস এই ট্রেন চালু করার পরিকল্পনা করছে। তার আগেই হয়ত ভারতের উপর দিয়ে চলবে হাইড্রোজেন ট্রেন। হাইড্রোজেন ট্রেন রাজ্যের বেশ কিছু জায়গায় পর্যটনমুখী করে চালালে উপকৃত হবেন বহু মানুষ বলে মনে করেছেন রেলকর্তাদের একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.