Advertisement
Advertisement

Breaking News

ত্বক ছাড়াই নাগপুরে জন্মাল অদ্ভুত দর্শন শিশু!

সমীক্ষা বলছে প্রতি তিন লক্ষ শিশুর মধ্যে না কি একজন এই জন্মগত ব্যাধি নিয়ে জন্মায়৷ ভারতে এই প্রথমবার দেখা মিলল বিরল এই রোগের৷

India's first 'Harlequin Baby' born in Nagpur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 12, 2016 3:04 pm
  • Updated:June 12, 2016 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হার্লেকুইন ইকথিওসিস’৷ নামের মতোই অদ্ভুত এই রোগ৷ কারণটা বংশগত৷ সমীক্ষা বলছে প্রতি তিন লক্ষ শিশুর মধ্যে না কি একজন এই জন্মগত ব্যাধি নিয়ে জন্মায়৷ ভারতে এই প্রথমবার দেখা মিলল বিরল এই রোগের৷ নাগপুরে লতা মঙ্গেশকর মেডিক্যাল কলেজ হাসপাতালে জন্ম নিল ভারতের প্রথম ‘হার্লেকুইন’ শিশু৷

প্রথম দর্শনে দেখে ভয় পেয়ে যেতে পারেন অনেকেই৷ কিন্তু, সংস্কার-কুসংস্কারের ঊর্ধ্বে উঠে দেখলে বোঝা যাবে এই বিরল রোগে শিশুর দেহে থাকে না চামড়ার আস্তরণ৷ সেই কারণেই এই অদ্ভূুত রূপ৷ নাগপুরে জন্ম নেওয়া শিশুটির অবস্থা আরও সংকটজনক৷ শিশু কন্যার চোখই নেই৷ খুব বেশিদিন বাঁচবে না বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷ কারণ শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে৷

Advertisement

বিজ্ঞানের ইতিহাসে ১৭৫০ সাল থেকে মাত্র ১২টি ‘হার্লেকুইন’ শিশু জন্মের উল্লেখ রয়েছে৷ আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায় জন্ম হয় প্রথম শিশুটির৷ শেষ এই জন্মগত ব্যাধি নিয়ে দক্ষিণ আফ্রিকায় এক শিশুর জন্মের খবর মেলে৷ যার বাঁচার আশা খুবই কম ছিল৷ তবে প্রত্যাশার থেকে বেশিদিন বেঁচেছিল সেই ‘হার্লেকুইন’ শিশু৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement