Advertisement
Advertisement

রাষ্ট্রপতি সকাশে দলাই লামা, চিনের চোখরাঙানিকে উপেক্ষা ভারতের

কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই ঘটনা বিরূপ প্রভাব ফেলতে পারে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷

India’s dismisses Chinese objection to meeting between President, Dalai Lama
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 16, 2016 9:57 pm
  • Updated:December 16, 2016 9:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দলাই লামার সাক্ষাৎ নিয়ে গোড়া থেকেই অসন্তুষ্ট ছিল চিন৷ এ সাক্ষাৎ যাতে না হয় তার জন্য আগে থেকেই বিবৃতি দিয়েছিল৷ কিন্তু কার্যত চিনের চোখরাঙানি উপেক্ষা করল ভারত৷

এদিন শিশুদের জন্য এক বিশেষ অনুষ্ঠানের সূত্রে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ হয় দলাই লামার৷ কিন্তু ঘটনাকে ভাল চোখে নেয়নি চিন৷ তাদের দাবি, দলাই লামা আসলে ধর্মের ছদ্মবেশে চিন বিরোধিতায় প্রশ্রয় দেন৷ চিনের মধ্যে বিছিন্নতাবাদী আন্দোলনকে মদত দেন৷ তাই দলাই লামাকে অন্যান্য দেশ বহিষ্কার করুক এমনটাই দাবি তাদের৷ কিন্তু চিনের সেই চোখরাঙানিকে কার্যত পাত্তাই দিল না ভারত৷ চিনের সবরকম হুঁশিয়ারি সত্ত্বেও সাক্ষাৎ হল রাষ্ট্রপতি ও দলাই লামার৷ ভারতের তরফে জানানো হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ চিনের দাবি, দলাই লামাকে চিন বিরোধি হিসেবেই গণ্য করুক ভারত৷ কিন্তু এই সৌজন্য সাক্ষাৎ দেখিয়ে দিল, চিনের লাল চোখকে তেমন পাত্তা দিচ্ছে না ভারত৷ তবে এ ঘটনায় চিন যে বেজায় অসন্তুষ্ট তাও খোলাখুলি জানিয়ে দেওয়া হয়েছে সে দেশের তরফে৷ কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই ঘটনা বিরূপ প্রভাব ফেলতে পারে বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement