সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে চোখ রাঙাচ্ছে দুই প্রতিবেশী। এমন আবহে নিজেদের সামরিক বহর ক্রমেই সুসজ্জিত করছে ভারত। দিন কয়েক আগেই ব্রাহ্মোসের এয়ার লঞ্চড ভার্সনের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ডিআরডিও (DRDO)। এবার সেই তালিকায় নাম জুড়ল কুইক রিঅ্যাকশন সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের (Quick Reaction Surface to Air Missile system)।
একদিকে লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা চলছে। তারমধ্যেও চিনের তরফে উসকানি অব্যাহত। এমন পরিস্থিতিতে কাশ্মীর সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। কার্যত ছায়াযুদ্ধ চালাচ্ছে ইমরান খানের দেশ। এমন আবহে ভারতের এহেন নিত্যনতুন সমরাস্ত্রে শান, শত্রুদের মধ্যে আতঙ্ক তৈরি করবে তা বলাইবাহুল্য।
শত্রুদের চ্যালেঞ্জ ছুঁড়ে শুক্রবার বিকেল ৩ টে ৫০ মিনিট নাগাদ ওড়িশার বালাসোরে (Balasore) এই মিসাইল সিস্টেম উৎক্ষেপণ করে ডিআরডিও। যা ৩০ সেকেন্ডের মধ্যে পাইলটহীন টার্গেট ভেহিকেলকে গুড়িয়ে দেয়। এ প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রকের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি একটি একক পর্যায়ের সলিড প্রোপেলান্ট রকেট মোটরের মাধ্যমে চালানো যায়। আকাশ পথে ৩০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম এই মিসাইল। লঞ্চারটি তৈরির মূল উদ্দেশ্য, মাটি থেকে প্রতিপক্ষের যুদ্ধবিমানে আঘাত করা। উল্লেখ্য, ২০১৭ সালে ভারত প্রথম কুইক অ্যাকশন মিসাইল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল।
#WATCH: Successful testfiring of the DRDO-developed Quick Reaction Surface to Air Missile system off the coast of Balasore, Odisha yesterday. The Missile can hit targets in air at a strike range of 25-30 km. During the testfiring, it hit its target directly. pic.twitter.com/szA2J2cytG
— ANI (@ANI) November 14, 2020
কী কী বিশেষত্ব রয়েছে এই মিসাইল সিস্টেমটিতে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.