Advertisement
Advertisement
corona virus

পরপর দু’দিন বাড়ল অ্যাকটিভ কেস, একদিনে করোনা আক্রান্ত ১৭ হাজারের বেশি

কমেছে মৃত্যু।

India's daily Covid infections see another spike, 17,407 new cases | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:March 4, 2021 10:10 am
  • Updated:March 4, 2021 10:20 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের ডঙ্কা বেজেছে। জোরকদমে চলছে মিছিল-মিটিং-ব়্যালি। শিকেয় উঠেছে কোভিডবিধি। যার ফলস্বরূপ ফের লাফিয়ে বাড়ছে এ দেশের করোনা (Corona Virus) সংক্রমণ। বৃহস্পতিবার এক ধাক্কায় অনেকটা বেড়েছে কোভিড সংক্রমিতের সংখ্যা। তবে কমেছে মৃত্যু।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪০৭ জন। মৃত্যু হয়েছে ৮৯ জনের। ফলে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ১১ লক্ষ ৩৯ হাজার ৫১৬ জন। বেড়েছে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার দেশের চিকিৎসাধীন কোভিড সংক্রমিতের সংখ্যা ছিল ১ লক্ষ ৭০ হাজার ১২৬ জন। এদিন সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৭৩ হাজার ৪১৩ জন। 

Advertisement

[আরও পড়ুন : যোগীরাজ্যে ফের অনাচার, মেয়ের সম্পর্ক মানতে না পেরে মুণ্ডু কেটে ফেলল বাবা!]

সরকারি রিপোর্ট বলছে, বৃহস্পতিবার পর্যন্ত করোনজয়ী হয়েছেন ১ কোটি ৮ লক্ষ ২৬ হাজার ৭৫ জন। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১ জন। দৈনিক সংক্রমিতের চেয়ে বেশকিছুটা কম দৈনিক করোনাজয়ীর সংখ্যা। যা স্বাস্থ্যকর্তাদের উদ্বেগ বাড়াচ্ছে। তবে স্বস্তি দিয়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৯ জনের। বুধবার এই সংখ্যাটা ছিল ৯৮। এ দিনে দেশে মোট করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৫৭ হাজার ৪৩৫ জন। 

সংক্রমণ বৃদ্ধি হলেও জোর কদমে চলছে টিকাকরণ প্রক্রিয়ায়ও। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে, ইতিমধ্যে ১ কোটি ৬৬ লক্ষ ১৬ হাজার ৪৮ জনের টিকারকরণ সম্পন্ন হয়েছে।

[আরও পড়ুন : ‘ক্ষমতার পিছনে ছুটিনি,’ তামিলনাড়ু ভোটের আগেই রাজনীতি ছাড়লেন জয়ললিতা ঘনিষ্ঠ শশীকলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement