ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই ওমিক্রনের ধাক্কায় দিশেহারা হয়ে পড়েছিল দেশ। কিন্তু লকডাউন, কড়া বিধিনিষেধ, টিকাকরণে জোরের মধ্যে দিয়ে আবার ধীরে ধীরে সুস্থতার পথে ভারত। দীর্ঘ এক মাস পর দৈনিক করোনা সংক্রমণ নামল ১ লক্ষের নিচে। তবে এখনও মাথাব্যথার কারণ মৃত্যু হার। দৈনিক মৃতের সংখ্যাটা হাজারের নিচে নামলেও মারণ ভাইরাস যে এখনও নিজের ক্ষমতা হারায়নি, সেটাই স্পষ্ট।
সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৭৬ জন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। রবিবারের বুলেটিনে সংখ্যাটা ছিল ১ লক্ষ ৭ হাজারের বেশি। স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১ লক্ষ ৮ হাজার ৯৩৮। নিম্নমুখী দৈনিক পজিটিভিটি রেটও। এই মুহূর্তে ভারতে ৭.২৫ শতাংশ করোনা পজিটিভ রেট। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ। বিভিন্ন রাজ্যে খুলে গিয়েছে স্কুল-কলেজ। পাঁচ রাজ্য আসন্ন বিধানসভা ভোটে প্রচারের ক্ষেত্রেও শিথিল হয়েছে বিধিনিষেধ। তবে এসবের মধ্যেও চিন্তায় রাখছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৮৯৫ জন। যা গতকালের তুলনায় বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ২ হাজার ৮৭৪ জন।
India’s daily cases drop below 1 lakh; the country reports 83,876 fresh #COVID19 cases, 1,99,054 recoveries and 895 deaths in the last 24 hours.
Active cases: 11,08,938
Death toll: 5,02,874
Daily positivity rate: 7.25%Total vaccination: 1,69,63,80,755 pic.twitter.com/i2PatSLAxi
— ANI (@ANI) February 7, 2022
তবে উদ্বেগের মাঝেও আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৬৬ লক্ষ ২০২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৯৯ হাজার ৫৪ জন। সুস্থতার হার ৯৬.১৯ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৬৯.৬৩ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষের বেশি। যা অন্যান্য দিনের তুলনায় উল্লেখযোগ্য ভাবে কম। তবে টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১১ লক্ষের ৫৬ হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.