সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে দেশে করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী হওয়ার স্পষ্ট ইঙ্গিত মিলছে। টানা এক সপ্তাহ ৯০ হাজারের নিচে নতুন আক্রান্তের সংখ্যা। শুধু তাই নয়, গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে ৬ বার দৈনিক আক্রান্তের থেকে বেশি হল করোনাজয়ীর সংখ্যা। গত দু’দিন দৈনিক পরীক্ষার সংখ্যা বাড়লেও নতুন আক্রান্তের সংখ্যা কমেছে। এসবই আশা যোগাচ্ছে বিশেষজ্ঞদের মনে।
India’s #COVID19 case tally crosses 59-lakh mark with a spike of 85,362 new cases & 1,089 deaths in last 24 hours.
The total case tally stands at 59,03,933 including 9,60,969 active cases, 48,49,585 cured/discharged/migrated & 93,379 deaths: Ministry of Health & Family Welfare pic.twitter.com/fTL9qjTu8p
— ANI (@ANI) September 26, 2020
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮৫ হাজার ৩৬২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে হাজারখানেক কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ লক্ষ ৩ হাজার ৯৩৩ জন। গত সপ্তাহের তুলনায় আক্রান্তের সংখ্যা কমলেও দেশে করোনায় মৃতের সংখ্যাটা আগের মতোই উদ্বেগজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৯ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৩ হাজার ৩৭৯ জন।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন প্রায় ৯৪ হাজারের বেশি মানুষ। ফের আক্রান্তের তুলনায় অনেকটা বেশি সুস্থতার সংখ্যা। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৪৮ লক্ষ ৪৯ হাজার ৫৮৫ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৯ লক্ষ ৬০ হাজার ৯৯৬। যা আগের দিনের থেকে প্রায় ৯ হাজার কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে প্রায় ১৩ লক্ষ ৪১ হাজার মানুষের।
7,02,69,975 samples tested up to 25th September for #COVID19. Of these, 13,41,535 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/MVBHC2DfAg
— ANI (@ANI) September 26, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.