সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনা পরিস্থিতি আর উদ্বেগজনক নেই। তা ভয়াবহ আকারে পৌঁছে গিয়েছে। দুটো দিন আক্রান্তের সংখ্যা কিছুটা কমার ইঙ্গিত মেলার পর বৃহস্পতিবার ফের স্বমহিমায় মারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত এবং মৃত্যু দুই ক্ষেত্রেই অতীতের সব রেকর্ড ভেঙেছে COVID-19। শুধু রেকর্ড ভেঙেছে বলাটাও ভুল হবে। একলাফে মৃতের সংখ্যাটা আগের দিনের প্রায় দ্বিগুণ হয়েছে। আক্রান্তের সংখ্যাটাও প্রথমবার পেরিয়েছে ৪৫ হাজারের গণ্ডি।
India’s #COVID19 case tally crosses 12 lakh mark with highest single-day spike of 45,720 new cases & 1,129 deaths in the last 24 hrs
Total #COVID19 positive cases stand at 12,38,635 incl 4,26,167 active cases, 7,82,606 cured/discharged/migrated & 29,861deaths: Health Ministry pic.twitter.com/PsNwAozRT0
— ANI (@ANI) July 23, 2020
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৭২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ ৩৮ হাজার ৬৩৫ জন। এদের মধ্যে ৭ লক্ষ ৮২ হাজার ৬০৬ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৪ লক্ষ ২৫ হাজার ১৬৭ জন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত। উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল।
আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২৯ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২৯ হাজার ৮৬১ জনে। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে দেড় কোটির বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সাড়ে ৩ লক্ষের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে।
The total number of COVID19 samples tested up to 22nd July is 1,50,75,369 including 3,50,823 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/TDoVKZltoz
— ANI (@ANI) July 23, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.