Advertisement
Advertisement

Breaking News

Corona Virus

গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড সংক্রমণ, মাত্র দু’দিনে করোনা আক্রান্ত লক্ষাধিক

মৃত্যুর নিরিখে বিশ্বে পঞ্চম স্থানে ভারত।

India's COVID tally crosses 16 lakh mark with the highest single-day spike
Published by: Paramita Paul
  • Posted:July 31, 2020 9:31 am
  • Updated:July 31, 2020 9:41 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই দেশের করোনা (Corona Virus) সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। দিন যত যাচ্ছে আক্রান্তের হার ততই লাফিয়ে বাড়ছে। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ হাজারেরও বেশি। যা পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। মৃত্যুও প্রায় ৮০০ ছুঁইছুঁই। ফলে করোনায় মৃতের সংখ্যার নিরিখে ইটালিকে (Italy) টপকে বিশ্বে পঞ্চম স্থানে উঠে এল ভারত। তবে এমন পরিস্থিতিতেও আশা জাগাচ্ছেন করোনা জয়ীরা (Covid Winner)। সরকারি পরিসংখ্যান বলছে, দেশে সক্রিয় করোনা (Active Corona) আক্রান্তদের থেকে প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন। 

[আরও পড়ুন : আরও ভয়াবহ হচ্ছে করোনা, এই প্রথমবার দেশে একদিনে আক্রান্ত ৫০ হাজারেরও বেশি]

কেন্দ্রের হিসেব বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona Virus) সংক্রমিত হয়েছেন ৫৫ হাজার ৭৯ জন। ফলে মাত্র দু’দিনের মধ্যে এক লক্ষ মানুষ দেশে করোনা (Corona Virus) সংক্রমিত হলেন। এদিন দেশে মোট সংক্রমিতের গণ্ডি ১৬ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। তবে তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লক্ষ ৫৭ হাজার ৮০৬ জন। আপাতত দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮ জন। 

[আরও পড়ুন : রাম মন্দিরের ভূমিপুজোর আগেই করোনা আক্রান্ত দায়িত্বে থাকা পুুরোহিত]

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona Virus) মৃত্যু হয়েছে ৭৭৯ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৭৪৭ জন। করোনায় (Corona Virus) মৃত্যুর নিরিখে ইটালিকে (Italy) পিছনে ফেলল ভারত। ইউরোপের সেই দেশে করোনায় মোট ৩৫,১৩২ জনের মৃত্যু হয়েছিল। ফলে বিশ্বে পঞ্চম স্থানে উঠে এল ভারত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement