Advertisement
Advertisement
করোনা ভাইরাস

একদিনেই প্রায় ৫০ হাজার! দেশে করোনা আক্রান্তের সংখ্যা পেরল ১৪ লক্ষ

প্রথমবার ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হল ৫ লক্ষের বেশি।

India's COVID tally cross 14 Lakhs mark with ingle-day spike of 49,931

ছবি: প্রতীকী

Published by: Subhajit Mandal
  • Posted:July 27, 2020 9:30 am
  • Updated:July 27, 2020 9:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ থেকে আরও ভয়াবহ হচ্ছে COVID-19। কোনওভাবেই লাগাম লাগানো যাচ্ছে না সংক্রমণের গতিতে। দেখতে দেখতে একদিনে ৫০ হাজারের কাছাকাছি পৌঁছে গেল আক্রান্তের সংখ্যা। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যাও পেরিয়ে গিয়েছে ১৪ লক্ষ। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাটাও।

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৯ হাজার ৯৩১ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৩৫ হাজার ৪৫৩ জন। এদের মধ্যে ৯ লক্ষ ১৭ হাজার ৫৬৮ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৪ লক্ষ ৮৫ হাজার ১১৪ জন। এই নিয়ে টানা প্রায় এক সপ্তাহ ধরে প্রতিদিন ৪৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে থাকলেও প্রতিদিন এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের।

[আরও পড়ুন: কলকাতা-সহ তিন শহরে তৈরি করোনা পরীক্ষাকেন্দ্র, উদ্বোধনে মোদির সঙ্গে হাজির থাকবেন মমতাও]

আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭০৮ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩২ হাজার ৭৭১ জনে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাই আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে। এদিকে একধাক্কায় টেস্টিংয়ের সংখ্যাটাও অনেকটা বাড়িয়ে ফেলেছে সরকার। গত ২৪ ঘন্টায় প্রথমবার ৫ লক্ষের বেশি করোনা পরীক্ষা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement