ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। এখনও পর্যন্ত ৮১ লক্ষের বেশি মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে চার লক্ষের বেশি। তবে এর কবল থেকে রক্ষাও পেয়েছে ৪২ লক্ষ ১৩ হাজার ৬০২ জন। ভারতেও আনলক ওয়ান চালু হওয়ার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। তার পাশাপাশি সুস্থও হচ্ছে অনেকে। গত ২৪ ঘণ্টায় যেমন দেশে বিভিন্ন প্রান্তে করোনা (Corona) যুদ্ধে জয়ী হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল ১০ হাজার ২১৫ জন।
During the last 24 hrs, 10215 #COVID19 patients were cured. Total 180012 patients, so far, have been cured. The recovery rate rises to 52.47%, which is indicative of the fact that more than half of positive cases have recovered from the disease: Ministry of Health&Family Welfare pic.twitter.com/jXGlERr3yH
— ANI (@ANI) June 16, 2020
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) -এর তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১০ হাজার ২১৫ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এর ফলে এখনও পর্যন্ত মোট এক লক্ষ ৮০ হাজার ১২ জন এই মারণ ভাইরাসের কবল থেকে মুক্ত হল। বর্তমানে দেশের সুস্থতার হার ৫২.৪৭ শতাংশ।
প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার সকাল পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৩ হাজার ৯১। এর মধ্যে মৃত্যু হয়েছে ৯ হাজার ৯০০ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৬৬৭ জন। প্রাণ হারিয়েছে ৩৮০।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.