Advertisement
Advertisement

সাবধান! কোকাকোলায় মিলছে মৃত পোকামাকড়!

কোকাকোলা না-পসন্দ ভারতীয়দের!

Indians Turned Their Faces From Coca-cola
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 27, 2016 3:56 pm
  • Updated:October 27, 2016 3:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোকাকোলা থেকে মুখ ঘোরাচ্ছে ভারতবাসী৷ আটলান্টার এই ঠান্ডা পানীয় সংস্থার উপাদান শরীরে তীব্র ক্ষতি করার নানা প্রমাণ ও তথ্য প্রকাশ্যে আসায় ভারতে এর বিক্রি কমেছে৷ জুলাই-সেপ্টেম্বর মাসে কোকাকোলার বিক্রি এক ধাক্কায় প্রায় চার শতাংশ কমে গিয়েছে৷ গত বছর ঠিক এই সময় থামস আপ, স্প্রাইট, মাজা, মিনিট মেডের মতো কোকাকোলা সংস্থা পরিচালিত ঠান্ডা পানীয়র বিক্রি চার শতাংশ বৃ‌দ্ধি পেয়েছিল৷
চিকিৎসকদের মতে, মিষ্টি পানীয় শরীরে নানা ক্ষতি করায় ভারতীয় ক্রেতা এই ধরনের পানীয় নিয়ে স্বাস্থ্যসচেতন হয়েছে৷ পেপসিকোর অবস্থা বাজারে তুলনায় ভাল৷ খাদ্য ও পানীয় ব্যবসায় খুচরো পণ্য কনসালট্যান্সি টেকনোপাকের চেয়ারম্যান অরবিন্দ সিঙ্ঘল জানিয়েছেন, “কোকাকোলার বাজার খারাপ হওয়ার অন্যতম কারণ কার্বন গ্যাসকে নিষ্পেশিত করে যেসব পানীয় তৈরি হয় শুধুমাত্র সেইসব ব্যবসায় নিজেদের আবদ্ধ রাখা৷ ভারতীয়দের চাহিদা, রুচি, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিষয়গুলি মাথায় রেখে কোকাকোলাকে অন্যান্য ক্ষেত্রে ব্যবসা শুরু করতে হবে৷ ব্যবসার নতুনত্ব আনতে না পারার জন্যই তাদের এই হাল৷” এছাড়া কোকাকোলায় মৃত পোকামাকড়ও মিলেছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement