Advertisement
Advertisement
Russia

রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা! অবশেষে মানল মোদি সরকার

সংশ্লিষ্ট রুশ কর্তাদের সঙ্গে আলোচনা করছে ভারতীয় দূতাবাস।

Indians are fighting in Russia! Here is what MEA said। Sangbad Pratidin
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:February 23, 2024 2:07 pm
  • Updated:February 23, 2024 3:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে ভারতীয়রা! অবশেষে মানল মোদি সরকার। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি সরকারের নজরে এসেছে। এনিয়ে সংশ্লিষ্ট রুশ কর্তাদের সঙ্গে আলোচনা করছে ভারতীয় দূতাবাস।  

দিন দুয়েক আগেই এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি চাঞ্চল্যকর অভিযোগ এনে বলেছিলেন, রাশিয়ার হয়ে যুদ্ধে নামানো হচ্ছে ভারতীয়দের। তার পর থেকেই শোরগোল পড়ে রাজনৈতিক মহলে। এই প্রেক্ষিতে এদিন একটি বিবৃতিও দেওয়া হয়েছে বিদেশমন্ত্রকের তরফে। সেখানে রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ‘আমরা জানতে পেরেছি কয়েকজন ভারতীয় রাশিয়ার সেনাবাহিনীতে নাম লিখিয়েছেন। তাঁরা যুদ্ধে সহকারী হিসাবে কাজ করছেন। বিষয়টি নজরে আসতেই সংশ্লিষ্ট রুশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় দূতাবাস। তাঁদের দ্রুত চুক্তি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রতিনিয়ত কথা বলা হচ্ছে। আমরা সমস্ত ভারতীয়দের অনুরোধ জানাচ্ছি, যথাযথ সতর্কতা অবলম্বন করুন। লড়াই থেকে দূরে থাকুন।’ 

Advertisement

[আরও পড়ুন: দিল্লির বিক্ষোভে মৃত্যু আরও এক কৃষকের, প্রাণ গেল দুই পুলিশকর্মীরও, কড়া পদক্ষেপ হরিয়ানার]

ঠিক কী অভিযোগ এনেছিলেন হায়দরাবাদের সাংসদ ওয়েইসি? তাঁর কথায়, এক ইউটিউবারের ফাঁদে পা দিয়েছেন বেশ কয়েকজন। কীভাবে বিদেশে চাকরি মিলবে, সেই নিয়ে ভিডিও তৈরি করেন অভিযুক্ত ইউটিউবার। তেলেঙ্গানা, গুজরাট, কর্নাটক, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশের মতো কয়েকটি রাজ্য থেকে তাঁদের প্রতিশ্রুতি দেওয়া হয় ইউরোপে চাকরি পাইয়ে দেওয়া হবে। ভারতীয় এজেন্টরাই তাঁদের রাশিয়ায় পৌঁছে দেন। জানানো হয় নির্মাণশ্রমিক হিসাবে কাজ করতে হবে।

কিন্তু রাশিয়ায় গিয়ে যুদ্ধের (Russia Ukraine War) প্রশিক্ষণ দেওয়া হয় ওই ভারতীয়দের। কয়েক মাসের মধ্যেই সরাসরি যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেওয়া হয়েছে তাঁদের। ওয়েইসি জানান, রুশ সেনার সঙ্গে তাঁদের মারিওপোল, খারকভ ও ডনেৎস্কে পাঠিয়ে দেওয়া হয়। যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক ভারতীয়ও বলে অভিযোগ। গত ২৫ দিন ধরে বাকিদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। উদ্বিগ্ন পরিবারগুলোর সঙ্গে তাঁর দেখা হয়েছে বলেই জানিয়েছিলেন ওয়েইসি। এবার এই বিষয়টি মেনে নিয়ে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিল কেন্দ্র। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement