Advertisement
Advertisement

Breaking News

পুলওয়ামায় হামলা করেছে পাকিস্তান! ভাইরাল ইমরানের স্বীকারোক্তি

দেখে নিন সেই চাঞ্চল্যকর ভিডিও৷

 Indian twitter user uploaded Imran's edited video
Published by: Tanujit Das
  • Posted:March 5, 2019 5:26 pm
  • Updated:March 5, 2019 5:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘পুলওয়ামার জঙ্গি হামলা ঘটিয়েছে পাকিস্তান এবং দেশের মাটিকে সন্ত্রাসবাদীদের ব্যবহার করতে দিতে বদ্ধপরিকর ইসলামাবাদ৷’’ পাক সংসদে দাঁড়িয়ে এই কথাগুলি বলছেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে সেই ভিডিও৷ না স্তম্ভিত হওয়ার কিছু নেই৷ ভিডিওটি আসলে এডিটেড৷ ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের এডিটেড ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে পাকিস্তান যে ছলনার আশ্রয় নিয়েছিল৷ ভারতীয় নেটিজেনদের দাবি, এটা তারই বদলা৷

[এবার জলপথে ভারতে হামলার ছক কষছে পাকিস্তান, দাবি নৌসেনা প্রধানের]

Advertisement

ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান দেশের মাটি স্পর্শ করার পর মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে পাকিস্তান৷ সেই ভিডিওতে পাক সেনার প্রশংসা করার পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনা করতে দেখা যায় অভিনন্দনকে৷ কিন্তু ভাল করে লক্ষ্য করলেই বোঝা যায়, ভিডিওটি একাধিকবার এডিট করা হয়েছে৷ ফলে প্রকাশ্যে চলে আসে ভারতকে নিচু করার উদ্দেশে পাকিস্তানের নোংরা ষড়যন্ত্র৷ তবে এটা নতুন ভারত৷ মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করার পক্ষপাতী নয় এই ভারত৷ এবার সেকথাই পাকিস্তানকে বুঝিয়ে দিলেন এদেশের নেটিজেনরা৷ সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে এবার পালটা জবাব দিল ভারত৷ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি এডিটেড ভিডিও৷ যেখানে সংসদে দাঁড়িয়ে ইমরানকে পুলওয়ামা হামলায় পাক যোগের কথা স্বীকার করতে দেখা গিয়েছে৷ এমনকী তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘সেদেশের মাটিকে সন্ত্রাসবাদীদের ব্যবহার করতে দিতে প্রতিজ্ঞাবদ্ধ ইসলামাবাদ’৷

[পুলওয়ামার হামলা ‘দুর্ঘটনা’, ফের বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের]

ভিডিওটি পোস্ট করেছেন বালা নামের এক টুইটার ব্যবহারকারী৷ ইতিমধ্যে ভাইরাল এই ভিডিওকে নিয়ে মজে রয়েছেন অন্য টুইটার ব্যবহারকারীরা৷ ১৫ হাজারেরও বেশিবার রিটুইট হয়েছে ভিডিওটি৷ কেবল একটা ভিডিও নয়৷ এরপর পাক প্রধানমন্ত্রীর একাধিক এডিটেড ভিডিও প্রকাশ পেয়েছে টুইটারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement