প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখ সীমান্তে চিনা অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল ভারতীয় সেনা। অনুপ্রবেশে বাধা পেয়ে ভারতীয় সেনাদের লক্ষ্য করে পাথর ছোড়ে লালফৌজ। পালটা জবাব দেয় সেনাও। ঘটনায় দু’পক্ষেরই বেশ কয়েকজন অল্প-বিস্তর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
[ফের চিনের আগ্রাসন, উত্তরাখণ্ডের বারাহোতিতে অনুপ্রবেশ চিনা সেনার]
ডোকালামে সেনা মোতায়েন নিয়ে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা কমার কোনও সম্ভাবনাই নেই। বরং বেজিংয়ের লাগাতার হুমকিতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এরই মধ্যে লাগাতার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন। গত মাসের ২০ জুলাই থেকে ৩০ জুলাইয়ের মধ্যে চারবার উত্তরাখণ্ডের বারাহোতিতে ভারতীয় ভুখণ্ডে ঢুকে পড়েছিল লালফৌজ। এদেশের ভুখণ্ডে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত অনুপ্রবেশ করেছিল চিনা সেনা। আর এবার লাদাখে ফের ভারতীয় ভুখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করল চিন। যদিও ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
[স্বাধীনতা দিবসের ভাষণ সম্প্রচার করেনি দূরদর্শন, অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর]
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাতটা নাগাদ লাদাখ সীমান্তের ফিংগার ফোর ও ফিংগার ফাইভ এলাকা দিয়ে দু’বার ভারতীয় ভুখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করে চিনা সেনা। কিন্তু সতর্ক ছিল ভারতীয় সেনা। দু’বারই মানবপ্রাচীর তৈরি করে চিনা অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেন জওয়ানরা। এরপরই ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে লালফৌজ। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। দু’পক্ষেরই বেশ কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছে। ঘটনায় লাদাখ সীমান্তের ফিংগার ফোর ও ফিংগার ফাইভ এলাকায় সাময়িক উত্তেজনা তৈরি হয়। পরে ব্যানার ড্রিলের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ব্যানার হাতে নিয়ে নিজেদের জায়গায় ফিরে যায় ভারত ও চিনের সেনা।
[ব্লু হোয়েল গেমের মরণকামড় থেকে দেশকে বাঁচাতে কড়া পদক্ষেপ কেন্দ্রের]
প্রসঙ্গত, লাদাখ সীমান্তের ফিংগার ফোর এলাকাটি নিয়ে ভারত ও চিনের বিবাদ দীর্ঘদিনের। নব্বই দশকের এই এলাকাটিকে নিজেদের বলে দাবি করেছিল ভারত। ভারতে সেই দাবি মানেনি চিন। বরং ওই এলাকায় রাস্তা তৈরি করে ফেলে লালফৌজ। দাবি করা হয়, ফিংগার ফোর এলাকাটির আকসাই চিনের অন্তর্গত। বস্তুত, আগে লাদাখের বিখ্যাত প্যানগং লেকের উত্তর ও দক্ষিণ দিকের এলাকা দিয়ে ফিংগার ফোর এলাকায় চলে আসত চিনা সেনারা। মূলত এই এলাকায় নজরদারি বাড়ানোর জন্য আমেরিকার কাছ থেকে বেশ কয়েকটি উন্নতমানের বোর্ড কেনে ভারত। এরপর ওই এলাকায় অনুপ্রবেশের চেষ্টায় রাশ টানতে বাধ্য হয় চিন।
At around 7am yesterday PLA soldiers entered Indian territory near finger 4 & 5 posts of Ladakh’s Pangong Lake: Sources
— ANI (@ANI) 16 August 2017
Soldiers of Indian Army & ITBP confronted Chinese troops by forming a human chain; confrontation lasted nearly one hour: Sources
— ANI (@ANI) 16 August 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.