সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টাকার দামে (Indian Rupee) ফের রেকর্ড পতন। শুক্রবার বাজার খুলতেই এক ধাক্কায় বেশ খানিকটা পড়ে যায় টাকার দাম। এক মার্কিন ডলারের মূল্য গিয়ে দাঁড়ায় ৮১টাকা ৯ পয়সা। বৃহস্পতিবারের তুলনায় এক ধাক্কায় ২৫ পয়সা কমে যায় টাকার মূল্য। বেশ কিছুদিন ধরেই আশির কাছাকাছি ঘোরাফেরা করছে টাকার দাম। তবে প্রথমবার টাকার দাম ৮১ ছাড়িয়ে গেল। প্রসঙ্গত, শুক্রবার বাজার বন্ধের সময়ে এক মার্কিন ডলারের নিরিখে টাকার মূল্য ছিল ৮০ টাকা ৮৬ পয়সা।
Rupee hits fresh record low, opens 25 paisa lower at 81.09/$ vs yesterday’s close of 80.86/$. pic.twitter.com/EJtVZVABGA
— ANI (@ANI) September 23, 2022
তবে শুক্রবার যে টাকার মূল্য এইভাবে পড়ে যাবে, তা আগে থেকেই আঁচ করা গিয়েছিল। বৃহস্পতিবারই টাকার দামে রেকর্ড পতন হয়। সারাদিনে ৭৯ টাকার আশেপাশে মার্কিন ডলারের দাম থাকলেও শেষবেলায় মার্কিন ডলারের দাম চড়চড়িয়ে বাড়তে থাকে।পরিসংখ্যান বলছে, চলতি বছরের ফেব্রুয়ারির পরে এই ভাবে বাজার চলাকালীনই টাকার দামের এত পতন হয়নি। তাই শুক্রবারও যে টাকার রক্তক্ষরণ অব্যাহত থাকবে, সেকথা মোটামুটি নিশ্চিত ভাবে জানা ছিল।
বৃহস্পতিবারে এশীয় মুদ্রার মধ্যে সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে ভারতীয় টাকা। বুধবার টাকার দাম ২২ পয়সা কমে মার্কিন ডলারের (US Dollar) মূল্য গিয়ে দাঁড়িয়েছিল ৭৯ টাকা ৯৬ পয়সা। তার থেকে অনেকটা নেমে রেকর্ড গড়ে বৃহস্পতিবার বাজার বন্ধের সময়ে মার্কিন ডলারের মূল্য ফের আশি পার করে ফেলে। শুক্রবারও একই ধারা বজায় রেখে সর্বকালীন রেকর্ড গড়ে টাকার দামে পতন হল। প্রথমবার ৮১ টাকা পেরিয়ে গেল মার্কিন ডলারের দাম।
অন্যদিকে, পাল্লা দিয়ে বেড়েছে মার্কিন ডলারের দাম। তীব্র বিরোধিতা সত্বেও সেদেশে ঋণের উপরে সুদের হার বাড়িয়ে চলেছে ফেডেরাল ব্যাংক। সব মিলিয়ে বিশ্ব বাজারে লাভবান হচ্ছে আমেরিকা। প্রতিবারের মতোই ভারতীয় টাকার দামের পতনের ফলে আঙুল উঠছে রিজার্ভ ব্যাঙ্কের দিকে। রেপো রেট বাড়ানোর ফলেও উন্নতি হচ্ছে না ভারতীয় টাকার বেহাল দশার। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েকদিনে আরও কমে যাবে টাকার দাম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.