Advertisement
Advertisement

Breaking News

Indian rupee

বিরাশি পেরিয়ে তিরাশি! উদ্বেগ বাড়িয়ে ফের ডলারের তুলনায় রেকর্ড পতন ভারতীয় মুদ্রার

এখনও নির্বিকার সরকার।

Indian rupee at fresh lifetime low, falls past 83-mark against USD | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 19, 2022 5:30 pm
  • Updated:October 19, 2022 9:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডলারের (Dollar) তুলনায় ভারতীয় মুদ্রার রেকর্ড পতন অব্যাহত। এবার মার্কিন ডলারের দাম পেরিয়ে গেল ৮৩ টাকা। বুধবার বাজার খোলার পর ডলারের তুলনায় ৬১ পয়সা পড়ে যায় ডলারের দাম। এদিন বাজার খোলার সময় ৮২ টাকা ৩২ পয়সা ছিল ডলারের দাম। পরে সেটা ৮৩ টাকা ১ পয়সা পর্যন্ত পৌঁছে যায়। এই প্রথমবার ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার (Indian Currency) দাম ৮৩ টাকা পেরোল।

অপরিশোধিত তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি, বিশ্বব্যাপী আর্থিক মন্দার আশঙ্কা, বিদেশি বিনিয়োগের অভাবের মতো বিভিন্ন বৈশ্বিক কারণেই টাকার মূল্যে রেকর্ড পতন বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। পরিসংখ্যান বলছে, শুধু চলতি বছরেই টাকার দাম ১১ শতাংশ কমে গিয়েছে। গত ৮ বছরে এই পতনের অঙ্কটা ২৫ শতাংশের বেশি। তবে শুধু টাকা নয়, বিশ্বের অন্য বহু দেশের মুদ্রাই ডলারের তুলনায় দুর্বল হচ্ছে। অন্যান্য এশীয় মুদ্রাও ভারতীয় টাকার (Indian Rupee) মতোই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

[আরও পড়ুন: ভাল আচরণের জন্য মুক্তি পাওয়া বিলকিসের ধর্ষকের বিরুদ্ধে উঠেছিল শ্লীলতাহানির অভিযোগও! প্রকাশ্যে তথ্য]

সম্ভবত সেকারণেই, ডলারের তুলনায় টাকার দামের এই রেকর্ড পতন নিয়ে তেমন ভাবিত নন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। দিন কয়েক আগে আমেরিকায় দাঁড়িয়েই তিনি বলেন,“টাকার দামে পতন হচ্ছে না। মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। বিশ্বের অন্যান্য মুদ্রার থেকে ভারতীয় মুদ্রা তুলনামূলক ভাবে ভাল অবস্থাতেই রয়েছে।” নির্মলার দাবি, মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে। সেখানে বিশ্বের অন্য সব দেশের মুদ্রা দুর্বল হচ্ছে কূটনৈতিক পরিস্থিতির জন্য। নির্মলার সাফ কথা, অন্যান্য দেশের মতো আমরা ভাল জায়গায়। অর্থমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আশাবাদী, দ্রুতই আগের অবস্থায় ফিরবে ভারতীয় টাকা।

[আরও পড়ুন: নেপাল, চিনের মতো কাশ্মীরও পৃথক রাষ্ট্র! বিহারের প্রশ্নপত্র ঘিরে তুঙ্গে বিতর্ক]

প্রতিবারের মতোই ভারতীয় টাকার দামের পতনের ফলে আঙুল উঠছে রিজার্ভ ব্যাঙ্কের দিকে। লাগাতার রেপো রেট (Repo Rate) বাড়ানোর পরও উন্নতি হচ্ছে না ভারতীয় টাকার বেহাল দশার। তবে অর্থমন্ত্রী সীতারমণ জানিয়েছেন, রিজার্ভ ব্যাংকও মুদ্রাকে শক্তিশালী করার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement