Advertisement
Advertisement

Breaking News

Motua

ঠাকুরনগরে শুরু মতুয়াদের বারুণী মেলা, বিশেষ লোকাল ও এক্সপ্রেস ট্রেন ঘোষণা রেলের

বৃহস্পতিবার ভোর থেকেই বিভিন্ন জায়গা থেকে ঠাকুরনগরগামী ট্রেন ছাড়বে।

Indian Railways will run special local and express trains for Baruni Mela of Motua at Thakurpukur

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:March 26, 2025 12:04 am
  • Updated:March 26, 2025 12:10 am  

সুব্রত বিশ্বাস: বৃহস্পতিবার, ২৬ মার্চ থেকে ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়াদের ঐতিহ্যবাহী বারুণী মেলা। প্রতিবারের মতো এবারও পুণ্যস্নানের জন্য বিপুল ভক্তসমাগমের আশা করছে মেলা কমিটি। তাই মেলায় যেতে ভক্তদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল রেল। বাংলা ছাড়াও বিভিন্ন রাজ্য থেকে মতুয়া ভক্তরা এই মেলায় যোগ দিতে আসেন। তাঁদের কথা ভেবেই বিশেষ ট্রেনগুলি চালু করা হল বলে রেল সূত্রে খবর। মেলা চলবে সাতদিন ধরে। মেলার দিনগুলিতে সবমিলিয়ে ৮ টি লোকাল ট্রেন এবং চারটি বিশেষ মেল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে রেলের তরফে।

রেল সূত্রে খবর, বারুণী মেলা উপলক্ষে ঠাকুরনগর পর্যন্ত আটটি লোকাল ট্রেন ছাড়াও কাঠগোদাম, লামডিং, জগদলপুর ও আলিপুর দুয়ার থেকে চারটি বিশেষ মেল, এক্সপ্রেস ট্রেন চালানো হবে। চারটি আপ ও চারটি ডাউন লোকাল চলবে ঠাকুরনগর থেকে গেদে, লালগোল, ক‌্যানিং ও নামখানার মধ্যে। সূচি অনুযায়ী, ২৬ মার্চ, বৃহস্পতিবার গেদে থেকে সকাল ৬.৪৫, লালগোলা থেকে ভোর ৪.৫০, ক‌্যানিং থেকে সকাল ৬.৩৫ ও নামখানা থেকে সকাল ৫ টায় বিশেষ লোকাল ট্রেনগুলি ছাড়বে ঠাকুরনগরের উদ্দেশে। ২৭ মার্চ ট্রেনগুলি ঠাকুরনগর থেকে ছাড়বে যথাক্রমে বিকেল ৪.৩৫, পৌনে চারটে, বিকেল ৫টা ও বিকেল ৪.০৫ মিনিটে।

Advertisement

এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে ২৬ মার্চ, কাঠগোদাম থেকে সকাল ১০টা, সকাল ৮টার সময় জগদলপুর থেকে ঠাকুরনগরের উদ্দেশ‌ে ছাড়বে দু’টি বিশেষ ট্রেন। ২৭ মার্চ কেসিঙ্গা থেকে ৪.১০ মিনিটে ছাড়বে আরও দু’টি বিশেষ ট্রেন। মতুয়া মহসংঘের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জহর বিশ্বাস জানান, ”মহারাষ্ট্রের মালকানগিরি, আসরিধাম, দিল্লি, বিহার, ত্রিপুরা, অসম থেকে হাজার হাজার ভক্ত আসেন ঠাকুরনগরে। তাঁদের যাতায়াতের জন‌্য এই বিশেষ ট্রেনের ব্যবস্থা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub