সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় পর্যটকদের জন্য সুখবর৷ ভারতীয় রেল এবার গ্লাস সিলিংয়ের অভিনব কোচ নিয়ে আসছে পর্যটনপ্রেমীদের জন্য৷ খুব দ্রুত এই পরিষেবা কার্যকর হবে বলে জানা গিয়েছে আইআরসিটিসির পক্ষ থেকে৷
ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং এবং ট্যুরিজম কর্পোরেশনের চেয়ারপার্সন এ কে মানোচা জানিয়েছেন, তিনি আশাবাদী এই অভিনব কোচ পরিষেবা বিশ্বের যেকোনও প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করতে পারবে৷
এক একটি কোচ পিছু প্রায় ৪ কোটি টাকা খরচ করেছে ভারতীয় রেল৷ প্রকৃতিকে আরও নিবিড়ভাবে উপভোগ করার সুযোগ করে দিচ্ছে পর্যটকদের৷ ভারতীয় রেলের পরিকল্পনা মাফিক কাশ্মীরের কয়েকটি অঞ্চলে এবং বিশাখাপত্তনম থেকে আরাকু এই রুটেই প্রথম এই পরিষেবা চালু করবে রেল৷
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিলাসবহুল কোচে গ্লাস সিলিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই আরও বিশ্বমানের পরিষেবা উপভোগ করবে যাত্রীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.