সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনের টিকিট বুকিংয়ে এবার আধার কার্ড থাকা বাধ্যতামূলক করা হতে পারে৷ খুব শিগগিরই এই পরিকল্পনা বাস্তবায়িত করার পথে সরকার৷
সূত্রের খবর, ট্রেনের টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে আধার কার্ড নম্বর যোগ করার ভাবনা রেল দফতরের৷ আইআরসিটিসি-তে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তাই আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হতে পারে৷ চলতি বছরের ডিসেম্বর থেকেই কার্যকর হওয়ার পথে এই পদক্ষেপ৷ সংরক্ষিত ও অসংরক্ষিত দুই ধরনের টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই লাগু হবে এক নিয়ম৷ অনলাইনে বুকিং হোক বা কাউন্টারে বুক করা, দুই ক্ষেত্রেই আধার কার্ড থাকা জরুরি৷ অর্থাৎ যে কোনও ভাবেই রেলের টিকিট বুক করা হোক না কেন, প্রতিটি ক্ষেত্রেই যাত্রীর আধার কার্ড থাকা আবশ্যিক৷
এর ফলে যাত্রীদের একটি সম্পূর্ণ ডেটাবেস থাকবে রেলের কাছে৷ এতে একদিকে যেমন ভুয়া বুকিং রোখা যাবে, তেমন রেল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যে ছাড় দেয় সেখানেও স্বচ্ছতা থাকবে বলে মনে করা হচ্ছে৷ এছাড়া এর ফলে প্রত্যেক যাত্রীকে ইনসিওরেন্সের আওতায় আনাও সম্ভব হবে রেলের পক্ষে৷ এতদিন অনলাইনে যাঁরা টিকিট বুকিং করতেন তাঁদের ক্ষেত্রেই এই পরিষেবা দেওয়া সম্ভব হত৷ সঠিক ডেটাবেসের অভাবে সব ক্ষেত্রে পরিষেবা চালু করা সম্ভব না হলেও এবার তা করা যাবে৷ পাশপাশি টিকিট বুকিংয়ের ক্ষেত্রে বিভিন্ন এজেন্সিগুলির রমরমাও এতে কমবে বলে মনে করা হচ্ছে৷
রেল সূত্রের খবর, ৯৬ শতাংশ যাত্রীর ক্ষেত্রেই আধার কার্ড আছে৷ বাকি ৪ শতাংশ যাত্রীও যাতে হাতে আধার কার্ড পেয়ে যান, তার ব্যবস্থা করা হচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.