জানেন, কী 'দোষ' ওই কর্মীদের?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনা অনুমতিতে অনুপস্থিতির কারণে ১৩ হাজার কর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল রেল। সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি ছাড়াই এই কর্মীরা দিনের পর দিন অনুপস্থিত থেকেছেন। দীর্ঘদিন ধরেই এই অনুপস্থিতির অভিযোগ আসছিল। এরপরেই কর্মীদের কর্মক্ষমতা যাচাইয়ে নামে রেল। একটি কমিটি গঠিত হয়। কর্মীরা নিয়মিত অফিসে আসছেন কিনা। মন দিয়ে বিভাগীয় দায়িত্ব সামলাচ্ছেন কিনা। কমিটির পর্যবেক্ষণেই ধরা পড়েছে ১৩ হাজার এমন কর্মী রয়েছেন, যাঁরা দিনের পর দিন অফিসে আসেন না। বিনা অনুমতিতেই ছুটি নিয়ে নেন। স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট দপ্তরে কাজের গতি শ্লথ হতে থাকে। এর প্রভাব পরে রেলের পরিষেবাতেও। যাত্রী সুরক্ষা ও রেলের নিরাপত্তা ব্যবস্থার ক্রমাগত অবনতিতে বিরোধীদের প্রশ্নের মুখে পড়ে রেল। সমালোচনা এড়াতেই কয়েকমাস আগে পর্যবেক্ষক কমিটি গঠন করা হয়। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতেই ১৩ হাজার কর্মীকে চিহ্নিত করা হয়েছে। খুব শিগগির এই কর্মীদের বহিষ্কার করা হবে। এমনটাই মন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
কিছুদিন আগেই কর্মীদের কাজে মতি ফেরাতে উদ্যোগী হয়েছে রেল। কর্মীরা যাতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব সামলান, সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গোটা বিষয়টি দেখভালের জন্য সেই অনুযায়ী একটি অভিযান শুরু হয়। যাত্রী সুরক্ষাকে সুনিশ্চিত করতে রেলমন্ত্রকের তরফে ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই পদক্ষেপের অংশ হিসেবেই কর্মীদের কর্মপদ্ধতির রোজ নামচার পর্যবেক্ষণে নামে সংশ্লিষ্ট কমিটি। তখনই ভয়াবহ চিত্রটি ধরা পড়ে। দেখা যায় ১৩লক্ষ রেলকর্মীর মধ্যে ১৩হাজার কর্মীর নিয়মিত হাজিরা নেই। এমনকী, বিনা অনুমতিতেই দিনের পর দিন ছুটিতে রয়েছেন ওই ১৩ হাজার কর্মী। বিষয়টি উপরমহলের নজরে আসতেই নড়চড়ে বসেছে মন্ত্রক। অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এহেন অনুপস্থিতির জন্য বিধি মেনে উল্লেখিত কর্মীদের বহিষ্কারও করা হতে পারে।
ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মীদের বহিষ্কারের জন্য যাবতীয় প্রক্রিয়া শুরুর নির্দেশিকা জারি করেছে রেলমন্ত্রক। সুপারভাইজার ও পদস্থকর্তাদের কাছে পৌঁছে সেই নির্দেশিকা। খুব শিগগির নির্দেশিকা মেনে কাজ শুরু হবে বলে খবর। এমনিতেই একের পর এক দুর্ঘটনার কারণে সমালোচনার মুখে রেল পরিষেবা। অনেকে মনে করছেন এসব সমালোচনা থেকে দূরে থাকতেই রেলমন্ত্রকের তরফে এহেন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.