সুব্রত বিশ্বাস, হাওড়াঃ সংরক্ষিত টিকিট অমিল, যাত্রা করতে হবে জেনারেল বগিতে। একথা ভাবলেই বেশিরভাগ যাত্রীর ট্রেন যাত্রার প্রতি মোহ ভেঙে যায়। জেনারেল কামরা মানেই অস্বাচ্ছন্দ্যের যাত্রা। শৌচালয় থেকে পানীয় জল সবকিছুই ব্যবহারের অনুপযোগী ব্যবস্থা। তবে দাঁড়ান! আপনার এই ধারণা এবার ভাঙতে চলেছে ভারতীয় রেল। জেনারেল কামরায় আনতে চলেছে আমূল পরিবর্তন। দেখে মনেই হবে না সংরক্ষিত নাকি অসংরক্ষিত কামরা।
জানা গিয়েছে, সম্প্রতি এমন পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় রেল। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ৭০০টি অসংরক্ষিত কামরায় যুক্ত হচ্ছে ঝাঁ-চকচকে সুযোগসুবিধা। ইতিমধ্যেই রেলের পক্ষ থেকে শুরু করে দেওয়া হয়েছে কামরাগুলিকে স্বাচ্ছন্দ্যে ভরপুর সুবিধাযুক্ত করে তোলার কাজ। কাজ সম্পূর্ণ হয়েছে ১৪১টি কোচের, বাকি রয়েছে আরও ৬৫৯টি কোচের কাজ। ২৩ জোড়া এক্সপ্রেসে এই ধরনের কোচ জুড়ে দেওয়া হয়েছে। রেল সূত্রে খবর, এই কোচ গুলির নাম দেওয়া হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের নামে।
কী কী সুবিধা থাকছে জেনারেল কোচগুলিতে? সংরক্ষিত কামরার মতোই অসংরক্ষিত কোচগুলিতেও থাকছে বায়োটয়লেট, মোবাইল চার্জিং পয়েন্ট, পরিস্রুত জল ভরার সুবিধা, আরামদায়ক সিট, উন্নতমানের লাগেজ ব়্যাক, ওয়াটার লেভেল ইন্ডিকেটর ইত্যাদী। রাজধানী এক্সপ্রেস থেকে শুরু করে সবধরনের গুরুত্বপূর্ণ ট্রেনেই ব্যবস্থা করা হচ্ছে এমন উন্নতমানের অসংরক্ষিত কোচ। রেল বোর্ড জানাচ্ছে, সংরক্ষিত কামরার তুলনায় অসংরক্ষিত কামরায় অনেক বেশি যাত্রী যাতায়াত করেন। তাঁরা যাতে স্বাচ্ছন্দ্যের যাত্রা থেকে বঞ্চিত না হন সেজন্য এই মানোন্নয়নের ব্যবস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.