Advertisement
Advertisement

Breaking News

এবার এই ট্রেনগুলোয় যাতায়াত আরও সস্তা

বিস্তারিত জেনে নিন ক্লিক করে!

Indian Railways to introduce flexi-fare system for Rajdhani, Shatabdi and Duronto
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 13, 2016 8:57 am
  • Updated:December 13, 2016 8:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিভিন্ন প্রিমিয়ার ট্রেনে শূন্য আসনগুলি পূরণের জন্য ‘ফ্লেক্সি ফেয়ার’ ব্যবস্থায় কিছু পরিবর্তন করার কথা ভাবছে রেলমন্ত্রক৷ চলতি বছরের ৯ সেপ্টেম্বর রাজধানী, দুরন্ত, শতাব্দীর মতো ট্রেনে বিমান পরিবহণের ধাঁচে এই ‘ফ্লেক্সি ফেয়ার’ চালু করেছে রেলমন্ত্রক৷ এই ‘ফ্লেক্সি ফেয়ার’ ব্যবস্থায় বাড়তি চাহিদার সময় ট্রেনের টিকিটের দাম মূল ভাড়া থেকে ৫০ শতাংশেরও বেশি আদায় করা হয়৷ আবার যে সময় চাহিদা থাকে না তখন টিকিটের দাম কমিয়ে আনা হয়৷ তবে চাহিদা থাকলেও অতিরিক্ত ভাড়ার জন্য অনেকেই প্রিমিয়ার ট্রেন এড়িয়ে যাচ্ছিলেন৷ পরিবর্তে তাঁরা বিমানেই যাতায়াত করছেন৷ ফলে প্রিমিয়ার ট্রেনে আসনগুলি শূন্যই থেকে যাচ্ছে৷ ফলে আর্থিক ক্ষতি হচ্ছে রেলের৷ ঘটনার জেরে ‘ফ্লেক্সি ফেয়ার’ ব্যবস্থায় পরিবর্তন করে ৫০ শতাংশ বাড়তি ভাড়ার পরিবর্তে ৪০ শতাংশ করার ভাবনাচিন্তা করছে রেলমন্ত্রক৷ সংরক্ষণ তালিকা চূড়ান্ত হওয়ার পরই এই ব্যবস্থা কার্যকর হবে৷
রেলের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, সংরক্ষণ তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রিমিয়ার ট্রেনগুলিতে সংরক্ষিত আসন পেতে হলে মূল ভাড়ার ১.৪ গুণ বেশি দিতে হবে৷ এখন যার পরিমাণ ১.৫ গুণ৷ অর্থাৎ সংরক্ষণ তালিকা তৈরি হয়ে যাওয়ার পর কোনও ব্যক্তি যদি রাজধানী, দুরন্ত, শতাব্দীর মতো ট্রেনে সফর করতে চান সেক্ষেত্রে তাঁকে ওই সব ট্রেনের মূল ভাড়ার ১.৪ গুণ বেশি টাকা দিয়ে টিকিট কাটতে হবে৷ রেলমন্ত্রক জানিয়েছে, ৯ সেপ্টেম্বর এই ‘ফ্লেক্সি ফেয়ার’ ব্যবস্থা চালু হওয়ার পর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজধানী, দুরন্ত, শতাব্দীর মতো ট্রেনে ৫৮৭১টি বার্থ খালি থেকেছে৷ উল্লেখ্য, গোটা দেশে ৪২টি রাজধানী, ৫৪টি দুরন্ত এবং ৪৬টি শতাব্দী এক্সপ্রেসে এই ‘ফ্লেক্সি ফেয়ার’ ব্যবস্থা চালু হয়েছে৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ