সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিজিটালের জমানা৷ অনলাইন লেনদেনের উপর বেশি ভরসা করতে শুরু করেছে ভারত৷ ‘ডিজিটাল ইন্ডিয়া’র পথে সকলকে অগ্রসর হতে আহ্বান জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাহলে ভারতীয় রেলই বা পিছিয়ে থাকে কেন? এবার সম্পূর্ণ ডিজিটাল হওয়ার পথে এগোচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ৷ গড়ে তোলা হবে কমন ডিজিটাল প্ল্যাটফর্ম৷ যেখান থেকে অনলাইনেই সমাধান করে ফেলা হবে দেশের যে কোনও প্রান্তের যে কোনও সমস্যা৷ গোটা কর্মকাণ্ডের জেরে প্রায় ৬০,০০০ কোটি টাকা সাশ্রয় হবে ভারতীয় রেলের৷ এমনটাই মনে করছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু৷
[আজ সর্বভারতীয় জয়েন্টের ফলপ্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?]
স্বাধীনতার পর ভারতীয় রেলের পরিসর অনেকটাই বেড়েছে৷ স্টেশন সংখ্যা বেড়েছে, বেড়েছে স্টেশনের পরিধিও৷ অনেক জায়গায় সিঙ্গল লাইনের বদলে হয়েছে ডাবল লাইন৷ লোকাল ট্রেনের কামরা বেড়েছে৷ বেড়েছে এক্সপ্রেস ট্রেনের গতি৷ আর যাত্রী সংখ্যা তো বেড়েই চলেছে৷ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই বিশাল কর্মকাণ্ড সামলানো বেশ কষ্টসাধ্য ব্যাপার৷ বিশেষ করে কোনও নির্দিষ্ট অপারেটিং সিস্টেম ছাড়া৷ এর জেরে যাত্রীদের পাশাপাশি কর্মীদেরও অনেক সমস্যার মুখে পড়তে হয়৷ অনেক সময় ট্রেনের সিগন্যাল দিতেও দেরি হয়ে যায়৷ সেই জন্যই ডিজিটাল প্ল্যাটফর্ম প্রয়োজন৷ হ্যাঁ, এখন এই পথে অনেকটাই অগ্রসর হয়েছে ভারতীয় রেল৷ আর অদূর ভবিষ্যতেই সম্পূর্ণভাবেই ডিজিটাল হয়ে যেতে চলেছে রেলওয়েজ৷ এর জন্য করা হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম৷ এমন এক আইটি বেসড প্ল্যাটফর্ম যার মাধ্যমে সারা দেশের রেলব্যবস্থাকে অনলাইনের মাধ্যমেই একসূত্রে বাঁধা যাবে৷ এর মাধ্যমে রেলের বিভিন্ন স্তরের দুর্নীতিও অনেক বেশি রোখা সম্ভব বলে অভিমত রেলমন্ত্রীর৷
[এনজিওতে দুর্নীতি রুখতে আইন আনুক কেন্দ্র, পরামর্শ সুপ্রিম কোর্টের]
শুধু ডিজিটাল হয়েই নয় শক্তি ব্যবহারের ক্ষেত্রেও খরচ বাঁচাতে উদ্যোগী হয়েছে ভারতীয় রেল৷ এর জন্য রেলের ভরসা সৌরশক্তি৷ আগামী ১০ বছরের সৌরশক্তি চালিত বিদ্যুৎ ব্যবহার করে ৪১,০০০ কোটি টাকা বাঁচানো লক্ষ্যমাত্রা স্থির করেছে রেলমন্ত্রক৷ এর জন্য অন্তত ১০০০ মেগাওয়াট সৌরশক্তি উৎপাদন করার পরিকল্পনা রয়েছে রেলের৷
[ছেলের গায়ের রং কালো, বিয়ের মণ্ডপ ছাড়লেন কনে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.