Advertisement
Advertisement
Indian Railways

পুরী ভ্রমণ এবার আরও সহজ! জগন্নাথ ধামে যাওয়ার বিশেষ প্যাকেজ রেলের

শুধু পুরী নয়, আশপাশের বহু পর্যটন কেন্দ্রও ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের।

Indian Railways prepared a package to visit Jagannath Dham, Konark Sun Temple, and Chilka
Published by: Biswadip Dey
  • Posted:April 2, 2025 11:22 pm
  • Updated:April 2, 2025 11:22 pm  

সুব্রত বিশ্বাস: পুরী ভ্রমণ এখন আরও সহজ করতে বিশেষ পদক্ষেপ করল রেল। জগন্নাথ ধামের সঙ্গে কোনারকের সূর্য মন্দির, চিলকা ঘোরার প‌্যাকেজ তৈরি করে ফেলেছে রেল। আইআরসিটিসি প্রতি শনিবার এই প‌্যাকেজের মাধ‌্যমে নিয়ে যাবে জগন্নাথ ধামে।

আইআরসিটিসির এজিএম কৌশিক বন্দে‌্যাপাধ‌্যায় জানিয়েছেন, প্রতি শনিবার আইআরসিটিসি বন্দে ভারত এক্সপ্রেসে ‘জগন্নাথ ধাম টু‌্যর প‌্যাকেজ’ নামে নির্দিষ্ট সিট বুকিং করে রাখবে। প‌্যাকেজে যেতে আগ্রহীরা অনলাইন বা অফলাইনে বুক করলে সংস্থার মাধ‌্যমে তাঁরা ভ্রমণের সুযোগ পাবেন। সেক্ষেত্রে টিকিট বুকিং নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।
আইআরসিটিসির সঙ্গে একেবারে নিরাপদে এবং নির্ঝঞ্জাট ভাবে জগন্নাথধাম দর্শনে যেতে পারবেন। শুধু পুরী নয়, আশপাশের বহু পর্যটন কেন্দ্রও ঘুরিয়ে দেখাবে ভারতীয় রেলের অধীনে থাকা এই সংস্থা। সংস্থার ট্র্যাভেল ট্যুর প্যাকেজের নাম দেওয়া হয়েছে ‘পুরী জগন্নাথ ধাম যাত্রী কনফার্মড টিকিট বন্দে ভারত (ইএইচআর ১২৮)’।

Advertisement

এই প্যাকেজে থাকছে ৪ দিন ৩ রাতের ভ্রমণ। যে সব ভক্তরা জগন্নাথদেব দর্শনে যাবার কথা ভাবছেন কিন্তু নানা অসুবিধায় যেতে পারছেন না তাঁদের জন্যেই সুবিধা নিয়ে এসেছে এই কর্পোরেট সংস্থা। সংস্থার সূত্রে জানা গিয়েছে, প্যাকেজের মধ্যে চিলকা, কোনারক এবং পুরী তিনটি ক্ষেত্রেই ঘুরে আসা যাবে। যাত্রা শুরু হাওড়া স্টেশনে থেকে। বন্দে ভারত এক্সপ্রেসে সরাসরি পুরী পৌঁছতে হবে। দ্বিতীয় দিনে সকালের খাওয়া-দাওয়া সেরে চিলকা ঘুরিয়ে দেখানো হবে। তৃতীয় দিনে একই ভাবে সকালে বেরতে হবে। এরপর সোজা কোনারক নিয়ে যাওয়া হবে। একেবারে এসি গাড়িতে আইআরসিটিসি সব জায়গায় ঘুরিয়ে দেখাবে। সঙ্গে থাকবেন আইআরসিটিসির আধিকারিকরা। তাঁরাই পরিচালনা করবেন পুরো বিষয়টি।

অন্যদিকে আইআরসিটিসি জগন্নাথ ধাম টু‌্যর প‌্যাকেজে থাকা-খাওয়ার খরচ লাগবে না। এই ট্যুর প্যাকেজের ভাড়া পরিবর্তিত হবে প্রয়োজন অনুসারে। এই ট্যুর প্যাকেজে দুই জন ভ্রমণ করলে জনপ্রতি খরচ হবে ২২,৯৯০ টাকা। তিনজনের বুকিংয়ের ক্ষেত্রে দিতে হবে ১৯,৬৯০ টাকা। অন্যদিকে থ্রিএসি-তে দুই জনের জন্য ভাড়া ধার্য‌ করা হয়েছে ২৬,৯৫০ টাকা। তিনজনের জন্য এই ভাড়া ২১,৪৫০ টাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement