Advertisement
Advertisement

Breaking News

রেল

২ লক্ষেরও বেশি নতুন কর্মী নিয়োগ হবে, ছাঁটাইয়ের জল্পনা উড়িয়ে দাবি রেলের

২ মাসের মধ্যে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া।

Indian railways junk layoff rumours, hints more employment
Published by: Subhajit Mandal
  • Posted:July 31, 2019 2:38 pm
  • Updated:August 1, 2019 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মী ছাঁটাইয়ের কোনও প্রশ্নই ওঠে না। সাধারণত রেলমন্ত্রকের বিভিন্ন বিভাগে কর্মরত ৫৫ বছরের বেশি বয়সি এবং যাঁদের কর্মজীবন ৩০ বছর সম্পূর্ণ হয়েছে তাঁদের কর্মদক্ষতা নিয়মিত খতিয়ে দেখা হয়। সেই নিয়ম মেনেই এবারও তাঁদের কর্ম বিষয়ক সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার রেলমন্ত্রকের পক্ষ থেকে এই কথা জানানো হয়েছে।

[আরও পড়ুন: ভি জি সিদ্ধার্থের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার, বুধবার বন্ধ গোটা দেশের ক্যাফে কফি ডে’র আউটলেট]

দু’দিন আগে রেল বোর্ডের পক্ষ থেকে সব আঞ্চলিক প্রধানদের চিঠি দিয়ে ৫৫ বছরের বেশি বয়সি বা ৩০ বছর কাজ করছেন এমন রেলকর্মীদের সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়। ওই কর্মীদের শারীরিক ও মানসিক সুস্থতা, গত তিন বছরে তাঁরা কতদিন ছুটি নিয়েছেন, ঠিকমতো কাজ করছেন কি না, আসা-যাওয়ার ব্যাপারে সময় মেনে চলেন কি না, সব কিছুই জানতে চায় রেল বোর্ড। ওই সব প্রশ্নের উত্তর আশানুরূপ না হলেই সংশ্লিষ্ট কর্মচারীকে অবসর নিতে বলা হতে পারে বলে গুজব ছড়ায়। রেল বোর্ডের ওই চিঠির প্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে, বড়মাপের ছাঁটাই হতে চলেছে রেলমন্ত্রকে। অন্তত তিন লক্ষ কর্মচারীকে স্বেচ্ছাবসর নিতে বলা হতে পারে। কারণ প্রবল আর্থিক সংকটে ভুগছে রেল। বর্তমানে ১০০ টাকা আয় করতে রেলকে খরচ হয় ৯৮ টাকা। তাই আয় বাড়াতে হলে কর্মী সংকোচন করা ছাড়া গতি নেই।

Advertisement

[আরও পড়ুন: অপর্ণা সেনদের বিরোধিতা, প্রধানমন্ত্রীকে রক্তে লেখা চিঠি পাঠাল হিন্দু মহাসভা]

যদিও এপ্রিল মাসে লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি আগামী পাঁচ বছরে রেলে আরও পাঁচ লাখ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। ভোটের আগেই এক লক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তিও জারি হয়েছিল। কিন্তু ভোট মিটতেই সরকার উলটো পথে হাঁটার কথা বলায় বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। যার প্রেক্ষিতে এদিন রেলমন্ত্রককে মুখ খুলতে হয়। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মী সংকোচনের কোনও পরিকল্পনাই নেই। জনস্বার্থে এবং রেলের নিয়ম অনুযায়ী নিয়মিত রেলকর্মীদের বিষয়ে এ ধরনের সমীক্ষা করা হয়। অতীতেও একাধিকবার এই কাজ হয়েছে। সেই নিয়ম মেনেই এবারও বয়স্ক কর্মীদের সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। এর সঙ্গে কর্মীদের স্বেচ্ছাবসর দেওয়া বা ছাঁটাই করার কোনও সম্পর্ক নেই। রেলমন্ত্রক এদিন আরও জানিয়েছে, ২০১৪ থেকে ২০১৯ এই পাঁচ বছরে বিভিন্ন বিভাগে ১ লক্ষ ৮৪ হাজার ২৬২ জনকে নিয়োগ করা হয়েছে। আরও ২ লক্ষ ৮৩ হাজার ৬৩৭ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। ১ লাখ ৪১ হাজার ৬০টি পদে নিয়োগের পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আগামী দু’ মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement