Advertisement
Advertisement

Breaking News

গান্ধীজয়ন্তীতে ট্রেনে নিরামিষ খাবার দেওয়ার সিদ্ধান্ত খারিজ!

কেন সিদ্ধান্ত বদল?

  Indian Railway takes a U-Turn on vegetarian diktak for 2 October
Published by: Sayani Sen
  • Posted:October 1, 2018 4:50 pm
  • Updated:October 1, 2018 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গান্ধীজয়ন্তীতে ট্রেনে নিরামিষ খাবার পরিবেশন বিতর্কে নীরবতা ভাঙল আইআরসিটিসি৷ দূরপাল্লার ট্রেনের যাত্রীদের নিরামিষ খাবার দেওয়া হবে, একথা গুজব ছাড়া আর কিছু নয় বলেও বিজ্ঞপ্তি দিয়ে জানাল ভারতীয় রেল৷ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নিরামিষ ও আমিষ সব ধরনের খাবারের বন্দোবস্তই থাকে৷ সেক্ষেত্রে কোনও যাত্রী যদি মনে করেন নিরামিষ খাবেন, তবে সেই পরিষেবাও মিলবে৷

[উৎসবের মুখে এসবিআইয়ের নয়া ঘোষণায় বাড়ছে গ্রাহক বিড়ম্বনা]

ভারতে প্রতিদিন গড়ে কমপক্ষে কয়েক লক্ষ মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছনোর জন্য ট্রেনের উপর ভরসা করেন৷ দূরপাল্লার ট্রেনের যাত্রীদের খাবারও দেয় ভারতীয় রেল৷ তাঁদের খাবার দেওয়ার দায়িত্বে রয়েছে আইআরসিটিসি৷ মহাত্মা গান্ধীর জন্ম সার্ধশত বার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল৷ এনিয়ে একাধিক প্রস্তাব কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে পাঠায় রেলবোর্ড৷ তাতেই বলা হয়, গান্ধীজি নিরামিষ খাবার খেতেন৷ তাই জন্ম সার্ধশত বার্ষিকীতে রেলের অধীনস্ত ভবনগুলির পাশাপাশি সমস্ত ট্রেনে শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হবে৷ দেশের প্রত্যেকটি স্টেশনে শুধু নিরামিষ খাবারই মিলবে৷ ২০২০ সাল পর্যন্ত এই নিয়ম চালু থাকবে বলেও ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷ ওই দিনটি রেলের হিসাবে ‘ভেজিটেরিয়ান ডে’ হিসাবেও চিহ্নিত করা হয়৷ 

Advertisement

[রেলে স্বচ্ছতার প্রতিযোগিতা, গান্ধীর ছবিতে সেজে উঠছে স্টেশন]

ভারতীয় রেলের এই সিদ্ধান্তে বিভিন্ন মহলে ওঠে সমালোচনার ঝড়৷ ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতেও৷ অখুশি যাত্রীরা৷ কারও কারও অভিযোগ, বিজেপি ও আরএসএস-কে খুশি করতেই নাকি ভারতীয় রেলের এহেন উদ্যোগ৷ যদিও রবিবার নিজেদের অবস্থান বদল করে আইআরসিটিসি৷ ২ অক্টোবর দূরপাল্লার ট্রেনগুলিতে নিরামিষের পাশাপাশি আমিষ খাবারও মিলবে বলেই জানানো হয়েছে৷ গান্ধিজীর জন্ম সার্ধশত বার্ষিকী উপলক্ষে গুজরাটের সবরমতী থেকে একটি ট্রেন চালু হবে৷ এর নাম হবে ‘‌স্বচ্ছতা এক্সপ্রেস’৷ ট্রেনটি গান্ধীজির সঙ্গে জড়িত প্রত্যেকটি এলাকা ছুঁয়ে গোটা দেশ পরিক্রমা করবে৷ আরও একটি ট্রেন ‘‌বিশেষ লবণ ট্রেন’ নাম নিয়ে দেশ পরিক্রমা করবে৷ গান্ধীজির ‘‌ডান্ডি অভিযান’-‌এর স্মরণে আগামী বছরের ১২ মার্চ ট্রেনটি চালু হবে৷ এছাড়া একটি বিশেষ ডাক টিকিট চালুর প্রস্তাবও দিয়েছে রেলবোর্ড৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement