Advertisement
Advertisement

ভাড়ায় ছাড়ের সঙ্গে বিশেষ সু্বিধা দিতে চায় রেল

রেল পরিবহণে আগ্রহ বাড়াতে বিশেষ সুবিধা দিচ্ছে রেল৷

 Indian Railway is taking step forward to provide more benefits to the business oriented passengers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2016 10:51 am
  • Updated:January 17, 2020 3:18 pm

সুব্রত বিশ্বাস: রেলের পণ্য পরিবহণ অত্যধিক মাত্রায় কমে যাওয়ায় ভাড়ার ক্ষেত্রে ছাড় ও একাধিক সুবিধা চালু করতে চলেছে রেল৷ রেলবোর্ডের মেম্বার অফ ট্রাফিক মহম্মদ জামশেদ কলকাতায় রেলকর্তাদের সঙ্গে বৈঠকের পর জানান, রেল পরিবহণে আগ্রহ বাড়াতে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে রেল৷

সম্প্রতি ভারতের সতেরোটি জোনের চিফ অপারেশন ম্যানেজারদের নিয়ে বৈঠকে ঠিক হয়েছে, অধিক পণ্য পরিবহণে নির্ধারিত ভাড়ায় চেয়ে কম ভাড়া নেবে রেল৷ কোনও স্থানে ভর্তি রেক এলে তা খালির পর ৫০ থেকে ১০০ বর্গ কিলোমিটারের মধ্যে কোনও পার্টি সেই রেকে পণ্য পাঠাতে পারবেন৷ এক্ষেত্রেও বিশেষ ছাড় মিলবে ভাড়ায়৷ এখন ৫৯ ও ৪০টি ওয়াগনের কম ওয়াগন ভাড়া পাওয়া যায় না৷ এবার মিনি রেকও ভাড়া দেবে রেল৷ যেমন ১৫, ২০, ২২টি ওয়াগানও ভাড়া নিতে পারবেন ব্যবসায়ীরা৷ কোনও সংস্থা নিজস্ব গুডস শেড তৈরি করলে তা রেল লাইনের সঙ্গে সংযুক্ত করে দেবে রেলই৷ ফলে ওই সংস্থা যে কোনও ধরনের পণ্য সেখানে আনা-নেওয়া করতে পারবে৷ বন্দর এলাকায় নির্ধারিত সময়ের বেশি সময় রেক থাকলে তার জন্য প্রচুর বাড়তি চার্জ দিতে হয়৷ এবার সেই চার্জ লাগবে না৷ ফলে বাড়তি সময়ের জন্য প্রচুর খরচ এড়াতে পারবেন ব্যবসায়ীরা৷ লৌহ আকরিক রফতানি ক্ষেত্রের জন্য ও নিজস্ব ব্যবহারের ক্ষেত্রে আলাদা আলাদা ভাড়া লাগত৷ এবার রফতানি ক্ষেত্রে সেই অতিরিক্ত ভাড়া লাগবে না৷ সোমবার এই বৈঠকে মহম্মদ জামশেদ প্রতিটি জোনের সিওএমদের নির্দেশ দেন এই ছাড় ও সুবিধার পাশাপাশি বর্ষা চলে যাওয়ায় পণ্য পরিবহণ বাড়াতে যে কোনওরকম পন্থা নেওয়া সম্ভব তা নেওয়া হোক৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement